আরও বড় পদক্ষেপ মোদীর ! পাক নাগরিকদের জন্য ভিসা স্থগিত করল ভারত

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : পাক নাগরিকদের জন্য সমস্ত ভিসা পরিষেবা স্থগিত (India Suspends Visa Services) করার সিদ্ধান্ত নিল ভারত। এমনকি তার সময়সীমাও ঘোষণা করে দেওয়া হল। পাশাপাশি, বিদেশ মন্ত্রক ভারতীয় নাগরিকদের পরামর্শ দিয়ে জানিয়েছে, কোনওমতেই এখন পাকিস্তান সফরে যাওয়া চলবে না। যাঁরা পাকিস্তানে রয়েছেন, তাঁদেরও অবিলম্বে সেখান থেকে চলে আসার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : পহেলগাঁও হামলায় কোন 5 কড়া পদক্ষেপ নিলো ভারত ? জানতে বিস্তারিত পড়ুন

বিদেশ মন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত পাকিস্তানিদের যে ভিসা দিয়েছে নয়াদিল্লি, তা ২৭ এপ্রিল থেকে বাতিল বলে ধার্য করা হবে। কিছু পাকিস্তানি মেডিকেল ভিসা নিয়ে এদেশে চিকিৎসা করাতে আসেন। সেই মেডিকেল ভিসাও ২৯ এপ্রিল পর্যন্তই বৈধ থাকবে। বিদেশ মন্ত্রকের তরফে স্পষ্ট করা হয়েছে, নির্দিষ্ট সময়ের আগেই ভারত ছাড়তে হবে পাকিস্তানিদের। পাশাপাশি, ভারতীয়দেরও কিছু পরামর্শ দিয়েছে বিদেশ মন্ত্রক। নির্দেশিকায় জানানো হয়েছে, যে ভারতীয় নাগরিকরা এখন পাকিস্তানে রয়েছেন, তাঁদের অবিলম্বে দেশে ফিরতে হবে। এখন সে দেশে আর সফরও করা যাবে না।

মঙ্গলবার পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় (Pahalgam Terror Attack) প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ পর্যটক। হামলার পরদিন অর্থাৎ, বুধবারই পাকিস্তানের (Pakistan) সঙ্গে কূটনৈতিক সম্পর্কে রাশ টেনেছে নয়াদিল্লি। কড়া কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে ১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। আটারি-ওয়াঘা সীমান্ত অবিলম্বে বন্ধ করে দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। উপযুক্ত নথিপত্র নিয়ে যাঁরা এই সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছেন, তাঁদের ১ মে পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ‘সার্ক ভিসা অব্যাহতি প্রকল্প’ (এসভিইএস)-এর অধীনে কোনও পাকিস্তানি নাগরিককে আর ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে। অতীতে এই ভিসায় প্রবেশের জন্য পাকিস্তানিদের যত অনুমতি দেওয়া হয়েছে, তা বাতিল করা হয়।

এই ভিসা প্রকল্পের অধীনে যে সমস্ত পাকিস্তানি এখন ভারতে আছেন, ৪৮ ঘণ্টার মধ্যে তাঁদের দেশ ছাড়তে বলা হয়। ইসলামাবাদে ভারতীয় দূতাবাস থেকে প্রতিরক্ষা উপদেষ্টা, নৌসেনা উপদেষ্টা এবং বায়ুসেনা উপদেষ্টাকে ফিরিয়ে নিচ্ছে ভারত। একইভাবে, নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তানি দূতাবাসে প্রতিরক্ষা উপদেষ্টা, নৌসেনা উপদেষ্টা এবং বায়ুসেনা উপদেষ্টাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হচ্ছে। ভারতীয় দূতাবাসের সদস্য সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০ করা হচ্ছে। ১ মে ২০২৫ থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানানো হয়েছে। তবে এবার আরও কড়া পদক্ষেপ হিসেবে পাকিস্তানিদের দেওয়া সবরকম ভিসা স্থগিত করার ঘোষণা করল বিদেশ মন্ত্রক।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন