Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আরজি কর মামলায় রাজ্য সরকারের তরফে সিবিআইকে নাকি টাকা দেওয়া হয়েছে ৷ আর সিজিও কমপ্লেক্সে গিয়ে সেই সেটলমেন্ট করেছেন কুণাল ঘোষ ! এমনটাই নাকি অভিযোগ করেছেন আরজি করের নির্যাতিতা চিকিৎসক ছাত্রীর বাবা । আর তাঁর ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবার নির্যাতিতার বাবাকে আইনি নোটিশ পাঠালেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ । মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, “তাঁর প্রতি আমার সহানুভূতি ও শ্রদ্ধা আছে । কিন্তু তার মানে এই নয় যে তিনি যা খুশি বলবেন ।”
কুণাল ঘোষ এদিনের সাংবাদিক সম্মেলন থেকে দাবি করেন, আরজি কর কাণ্ডের পর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ পশ্চিমবঙ্গের মানুষের নির্যাতিতার বাবা-মায়ের প্রতি সহানুভূতি ছিল ৷ কিন্তু কিছু রাজনৈতিক দলের নির্দেশে তাঁরা বিপরীত কথা বলতে শুরু করেছেন । কুণালের কথায়, “অভয়ার বাবা-মায়ের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ যেখানে তাঁরা বলছেন যে, রাজ্য সরকার এবং সিবিআইয়ের মধ্যে একটি গোপন কথোপকথন হয়েছিল । এই দাবি ভিত্তিহীন । এত বড় মিথ্যে অপবাদ !”
শুধু তাই নয় কুণাল ঘোষের দাবি, “অভয়ার বাবা বলেছেন যে, কুণাল ঘোষ সিজিও কমপ্লেক্সে গিয়ে রাজ্য সরকারের হয়ে সিবিআইয়ের সঙ্গে সমঝোতা করেছেন । আমি এই বিষয়ে আমার আইনজীবীর সঙ্গে কথা বলেছি । ভিত্তিহীন বক্তব্যের জন্য অভয়ার বাবাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে । চারদিনের মধ্যে তাঁকে জবাব দিতে হবে । যদি তিনি জবাব না-দেন, তাহলে আমি হাইকোর্টে যাব ।”
অন্যদিকে, নবান্ন অভিযানে আরজি করের নির্যাতিতার মায়ের আঘাত পাওয়া নিয়েও এদিন বিজেপিকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন কুণাল ঘোষ । তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বলেন, “9 অগস্ট নবান্ন অভিযানের সময় অভয়ার মা যে আঘাত পেয়েছিলেন, তার জন্য বিজেপি নেতারা দায়ী । এমন একটি ভিডিয়ো কেউ দেখাতে পারবেন না, যেখানে পুলিশকে লাঠিচার্জ করতে দেখা যাচ্ছে ।”
অন্যদিকে, ভোটার তালিকা সংশোধন নিয়েও কুণাল ঘোষ মানুষকে হয়রান করার অভিযোগ তুলেছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে । তাঁর কটাক্ষ, সংশোধনীর নামে ভোটার তালিকায় ট্রাক্টর, ডোনাল্ড ট্রাম্প, বিড়াল এবং কুকুরের নাম এসেছে ।
আরজি করের নির্যাতিতার বাবার বক্তব্য
কুণাল ঘোষের আইনি নোটিশ প্রসঙ্গে আরজি করে নির্যাতিতা ছাত্রীর বাবা বলেন, “আগে পাঠাক । তারপর জবাব দেব । এখনও কোনও আইনি নোটিশ হাতে পাইনি । পেলে কুণাল ঘোষকে তার উপযুক্ত জবাব দেওয়া হবে ।”
কুণাল ঘোষ কি রাজ্য সরকারের হয়ে সিবিআইয়ের কাছে সেটেলমেন্ট করতে গিয়েছিল ? এই প্রশ্নের উত্তরে নিহত চিকিৎসক তরুণীর বাবা বলেন, “এই নিয়ে আমরা ফাইনালি কিছু বলতে পারছি না । উনি (কুণাল ঘোষ) সিবিআইয়ের কাছে গিয়েছিলেন । উনি কী কারণে গিয়েছিলেন ? সিবিআই আবার সেই দাবি উড়িয়ে দিয়ে বলেছে, কুণাল ঘোষ কোনোদিনও নাকি সিজিও কমপ্লেক্সে যাননি । এখানেই তো আমাদের দ্বন্দ্ব ! সেই কারণে কুণাল ঘোষের বিরুদ্ধে এই অভিযোগ করতে বাধ্য হয়েছি ।”
কুণাল ঘোষ কবে সিবিআই দফতরে গিয়েছিলেন ? এর জবাবে আরজি করে নির্যাতিতা ছাত্রীর বাবা বলেন, “যেদিন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকে সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল, তার দু-তিন পর কুণাল ঘোষ সিজিও কমপ্লেক্সে গিয়েছিলেন । কেন উনি গিয়েছিলেন, তা আমরা জানার চেষ্টা করছি । সেটা আমরা জেনেও যাব । উনি আরও নোটিশ পাঠান । তাহলে আরও বিষয়টি স্পষ্ট হয়ে যাবে ।”
আরও পড়ুন:- লো ব্লাড প্রেশারও বিপজ্জনক, হঠাৎ প্রেশার কমে গেলে কী করবেন? জেনে রাখুন
আরও পড়ুন:- লোকসভায় পাশ নয়া আয়কর বিল, কোন কোন ক্ষেত্রে বদল? জানুন