Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) দারুন আলোচনার কেন্দ্রে (AI Career). বলা হচ্ছে যে আগামী দিনে AI বিশ্ব দখল করবে। সর্বত্র কৃত্রিম বুদ্ধিমত্তার কথা। ছাত্র-ছাত্রীদের পড়াশোনার সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত হচ্ছে। নতুন বিষয় হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে পড়াশোনা করছেন অনেকে। ভবিষ্যতে এই পথে এগোতে চাইছেন, ক্যারিয়ার গড়তে চাইছেন। সেই সকল ছাত্র-ছাত্রীদের জন্য আজকের এই প্রতিবেদন। এ আই নিয়ে পড়াশোনা করতে চাইলে এই বিষয়ের কেরিয়ার অপশন (AI Career Path) এক নজরে দেখে নিন।
AI Career Path Option In India
আজকের দিনে সর্বত্র আলোচনার কেন্দ্রে Meta AI, ChatGPT, Co-Pilot, Gemini ইত্যাদি। সর্বত্র তৈরি হচ্ছে এআই (AI) মডেল। সোশ্যাল মিডিয়া তে ট্রেন্ডিং ঘিবলি আর্ট (Ghibli Art). চারিধারে যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর এত সুনাম তখন এই পথে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখছেন লাখ লাখ ছাত্র-ছাত্রী। অনেকে ভাবছেন যে, এই ফিল্ডে হয়তো প্রবেশ করা সহজ। কিন্তু কিভাবে ক্যারিয়ার গড়া সম্ভব, তাই নিয়ে প্রশ্নের সম্মুখীন অনেকেই। কিন্তু এই হাজারও প্রশ্নের মাঝে কিভাবে সত্যিই এই পথে ক্যারিয়ার গড়া সম্ভব সেই বিষয়ে কিছু সাম্যক ধারণা আজকের প্রতিবেদনে উল্লেখ রইল।
আরও পড়ুন:- এপ্রিল ফুল! কেন ১ এপ্রিল মানুষকে বোকা বানানো হয় ? জেনে নিন দারুন ইন্টারেষ্টিং কাহিনী
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়াশোনা
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়াশোনার ক্ষেত্রে প্রধানত দুইটি দিক রয়েছে। যার মধ্যে একটি হল-
- এআই ডেভেলপমেন্ট এন্ড রিসার্চ এখানে একজন পড়ুয়া সফটওয়্যার ডেভেলপার, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট, এর পাশাপাশি যারা নতুন এআই মডেল তৈরি করেন, সেগুলির উপরে রিসার্চ করা হয়।
- আর দ্বিতীয় ক্ষেত্রটি হল Generative AI ইঞ্জিনিয়ার: LLM বা বড় সংস্থার মডেল থেকে যদি আরো কার্যকরী ভাবে আর সহজভাবে ব্যবহার করার জন্য AI ডেভেলপমেন্ট করা হয় তাহলে এই ফিল্ডটি অত্যন্ত জরুরী।
মাধ্যমিকের পর থেকেই এআই নিয়ে পড়া সম্ভব। তবে মনে রাখবেন এআই নিয়ে ডিপ্লোমা কোর্স অত্যন্ত সীমিত। তবে কিছু বেসিক কম্পিউটার কোর্স করে নিতে পারেন। এখন যদি আপনি পলিটেকনিক কলেজগুলি থেকে কম্পিউটার সায়েন্স বা আইটি নিয়ে ডিপ্লোমা করেন তাহলে ভবিষ্যতে এআই নিয়ে পড়ার সুযোগ থাকবে। তবে মোটামুটি সাত বছরের পড়াশোনার প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে।
কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে অনলাইনে পড়াশোনা
এআই (AI) নিয়ে কিছু অনলাইন কোর্স রয়েছে। এরকম কোর্সগুলির মধ্যে অন্যতম (Coursera, Udemy, NPTEL). তবে মনে রাখবেন এই কোর্স কেবলমাত্র প্রাথমিক ধারণা দিতে পারে। এখান থেকে কিন্তু আপনি সরাসরি চাকরি পাবেন না। এছাড়াও আপনি ইউটিউব থেকে AI, Python, Machine learning-এর উপর কোর্স করতে পারেন।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কেরিয়ার
ছাত্র-ছাত্রীদের মনে রাখা দরকার, শুধু অনলাইন কোর্স করে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে চাকরি পাওয়া কঠিন। এর জন্য বাস্তব প্রকল্প ভিত্তিক কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। উদাহরণ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে Python, R, মেশিন লার্নিং ও ডিপ লার্নিং, ডেটা সায়েন্স ও বিগ ডেটা টুল যেমন (SQL, Pandas, Numpy), এছাড়া, ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিস্টিকস (লিনিয়ার অ্যালজেবরা, প্রোবাবিলিটি। এ বিষয়গুলি ভালো করে শিখে নিয়ে আপনি ক্যারিয়ার গড়ার পথে অগ্রসর হতে পারেন। AI টুল ব্যবহার করে বড় কোম্পানিতে চাকরি পাওয়া সহজ নয়। এআই ডেভেলপমেন্ট ফিল্ডে চাকরি পাওয়ার জন্য আপনার প্রযুক্তিগত জ্ঞান ও প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থাকতে হবে।
উপসংহার: এআই নিয়ে পড়াশোনা এবং চাকরির ফিল্ড সম্পর্কে সম্যক ধারণা রইল আজকের এই প্রতিবেদনে। এছাড়া আপনি যদি এ বিষয়ে আরো বিস্তারিত জানতে চান তাহলে ইন্টারনেটে সার্চ করে নিতে পারেন। এছাড়া আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠানেও এই বিষয়ে জিজ্ঞাসা করতে পারেন।
আরও পড়ুন:- শিশুদের জন্য নতুন স্কিম আনল মোদী সরকার। জেনে নিন সুবিধা, যোগ্যতা ও আবেদন পদ্ধতি