Bangla News Dunia, জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- নিজের আয় বৃদ্ধি করতে মানুষ কত কিছুই না করে থাকে। আয় বৃদ্ধি করতে প্রচুর পরিশ্রম করে থাকে। কিছু তবুও আয় তেমন একটা বৃদ্ধি পায় না। এর পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে। তার মধ্যে একটি বড় কারণ হতে পারে আপনার বাস্তু। অথাৎ আপনি যেই বাড়িতে বসবাস করেন সেই বাড়ি।
বাস্তু শাস্ত্র মতে , চারটি দিক রয়েছে উত্তর , পূর্ব , দক্ষিণ ও পশ্চিম। এই দিক গুলি বাস্তু শাস্ত্রে খুবই গুরুত্ব রয়েছে । বাস্তু শাস্ত্র মতে নিয়ম গুলি পালনের মাধ্যমে সংসারে আর্থিক উন্নতি আনতে পারেন।
আরো পড়ুন :- এই একটি গাছ ফিরাতে পারে আপনার ভাগ্য
১. আপনার বাড়িটিকে পরিষ্কার পরিছন্ন রাখুন।
২. বাড়ির দেওয়ালে সূর্যমুখী ফুলের ছবি রাখুন।
৩. বাড়ির প্রধান দরজা রাস্তা বা উঠান থেকে একটু উঁচু করুন যাতে বাইরের নোংরা ঘরের ভিতরে প্রবেশ করতে না পারে।
৪. বাড়ির দক্ষিণ – পশ্চিম কোন কখনোই অন্ধকারে রাখবেন না , দরকার পড়লে সেখানে একটি লাইট জ্বালিয়ে রাখুন।
৫. প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কাক , কুকুর বা গরুকে খাবার দিন।
৬. আপনার বাড়ির মধ্যে কোনো শুকনো গাছ বা মরা গাছ থাকলে দ্রুত তা সরিয়ে ফেলুন।
বাস্তুর এই নিয়ম গুলি পালনের মাধ্যমে বাস্তুর দ্বারা আর্থিক উন্নতিতে বাধা থেকে মুক্তি পাবেন।
আরো পড়ুন :- পরিবারে অশান্তি , অভাব , সমস্ত কাজে বিফল ? একটি নারকেল দূর করতে পারে সমস্ত সমস্যা
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা
ফোন – 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)