Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- আর্থিক দিক থেকে ধ্বংসের পথে পাকিস্তান। FATF এর কারণে আতঙ্কিত পাক প্রধানমন্ত্রী ইমরান খান দেশের মানুষকে বলছে তিনি ভারতকে দেখে ভয় পাচ্ছেন। ভারত পাকিস্তান আর পাকিস্তানি জঙ্গিদের মুখোশ খুলে দেওয়ার পর ইমরান জঙ্গিদের নিয়ে নিজের ব্যর্থতা লোকানোর প্রচেষ্টা করা ইমরান খান বলছেন যে, ভারত যেই করেই হোক পাকিস্তানকে FATF এর কালো তালিকা পাঠিয়ে দেবে।
ইমরান খান সাক্ষাৎকারে বলেন, ভারত বিগত দুই বছর ধরে যেভাবে পাকিস্তানকে চাপে রাখছে। তার থেকে পাকিস্তানে রেহাই পাওয়া মুশকিল। পাকিস্তানের অর্থনীতি খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। প্রসঙ্গত বিরোধীরা পাকিস্তান সংসদের উচ্চ ভবনে সংখ্যাগরিষ্ঠ হওয়ার ফলে FATF এর সাথে জড়িত ইমরান খান সরকারের দুটি বিল খারিজ হয়ে গেছে। ঠিক তার জন্য পাক প্রধানমন্ত্রী ইমরান খান বিরোধী দল এবং পাকিস্তানি নাগরিকদের ভয় দেখতে FATF এ কালো তালিকাতে যাওয়া নিয়ে ভারতের নাম নিয়ে ভয় দেখাচ্ছে।
অক্টোবর মাসে FATF এর বৈঠক হতে হবে সে ক্ষেত্রে কালো তালিকার কারণে আতঙ্কিত পাকিস্তান জঙ্গিদের জেল পাঠানোরনাটক শুরু করেছে। শুক্রবার লাহোর হাইকোর্ট হাফিজ সইদের তিনজন কুখ্যাত সহযোগীকে সাজা দিয়েছে। পাকিস্তানের এক আদালত জামাত-উদ-দাওয়ার তিন জঙ্গিকে সাজা দিয়েছে , তিন জঙ্গির মধ্যে হাফিজ ঘনিষ্ঠ আবদুল রহমান মক্কিকে মাত্র দেড় বছরের সাজা শোনানো হয়েছে। আরেকদিকে জফর একবাল এবং আবদুল সলামকে ১৬ বছরের সাজা দিয়েছে। এদের বিরুদ্ধে জঙ্গি গতিবিধি চালানো এবং জঙ্গিদের ফান্ড দেওয়ার অভিযোগ উঠেছিল
FATF যদি কোন কোনো দেশকে ধূসর তালিকাতে রাখে সেক্ষেত্রে সেটি সেই দেশের জন্য একটি সতর্কবার্তা। অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে জঙ্গি সংগঠন গুলোকে আর্থিক সাহায্য পাওয়া থেকে আটকাতে হয়। তারপরেও যদি কোন দেশ পদক্ষেপ না নেয় তাহলে FATF তাঁদের কালো তালিকাতে ফেলে দেয়। এখনো পর্যন্ত ইরান আর উত্তর কোরিয়াকে এই ব্ল্যাক লিস্টে রাখা হয়েছে।
Highlights
1. আর্থিক দিক থেকে ধ্বংসের পথে পাকিস্তান
2. এখনো পর্যন্ত ইরান আর উত্তর কোরিয়াকে এই ব্ল্যাক লিস্টে রাখা হয়েছে
#FATF #PAK #Economy #UN