Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বিজেপি কমপক্ষে ৩০ বছর ধরে কেন্দ্রে ক্ষমতায় থাকবে। এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একটি সংবাদমাধ্য়মের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,’গণতন্ত্রে যে কোনও দলের জয় নির্ভর করে তার কঠোর পরিশ্রমের উপর এবং যদি তারা দিনরাত পরিশ্রম করে, নিজের জন্য নয়, দেশের জন্য বাঁচেন, তাহলে জয় আপনারই হবে। আমি যখন বিজেপির সভাপতি ছিলাম, তখন আমি বলেছিলাম যে বিজেপি আগামী ৩০ বছর ক্ষমতায় থাকবে। এখন মাত্র ১০ বছর কেটেছে।’ বিজেপির এই বর্ষীয়ান নেতা আরও বলেন, ‘যখন একটি দল ভাল পারফর্ম করে, তখন তারা জনগণের আস্থা এবং জয়ের আস্থা অর্জন করে। কিন্তু যারা পারফর্ম করে না তাদের এই আস্থা থাকে না।’
অভিন্ন দেওয়ানি বিধি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে সমস্ত বিজেপি শাসিত রাজ্যগুলি একে একে ইউসিসি চালু করবে। কারণ এটি বিজেপি গঠনের পর থেকে অন্যতম প্রধান এজেন্ডা। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিষ্ঠার পর থেকেই বিজেপির সংকল্প ছিল দেশে ইউসিসি চালু করা। তিনি বলেন,’এটা আসবে। এটা ছিল কনস্টিটিউন্ট অ্যাসেম্বলির সিদ্ধান্ত (ইউসিসি চালু করার)। কংগ্রেস মনে হয় ভুলে গিয়েছে। কিন্তু আমরা করিনি। আমরা বলেছিলাম আমরা ৩৭০ ধারা বাতিল করব। আমরা তা করেছি। আমরা বলেছিলাম আমরা অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করব। আমরা তাও করেছি। এখন ইউসিসি রয়ে গেছে। আমরা তাও করব।’
আরও পড়ুন:- শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে পায়ে এই লক্ষণগুলি দেখা যায়, জেনে নিন
শাহ বলেন, ‘উত্তরাখণ্ড সরকার ইতিমধ্যেই রাজ্যে ইউসিসি বাস্তবায়নের জন্য আইন প্রণয়ন করেছে। এক এক করে, সমস্ত বিজেপি শাসিত রাজ্য সরকার এটি চালু করবে। গুজরাত ইতিমধ্যেই এর জন্য একটি কমিটি গঠন করেছে। এটি একটি চলমান প্রক্রিয়া। সমস্ত রাজ্য তাদের সুবিধামতো এটি আনবে।’
দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার দিল্লির বাসভবনে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের প্রধান বিচারপতি বিষয়টি বিবেচনা করেছেন এবং তদন্তের নির্দেশ দিয়েছেন। আমরা এতে সহযোগিতা করছি। প্রধান বিচারপতি গড়া গঠিত কমিটির রিপোর্টের জন্য আমাদের অপেক্ষা করা উচিত।
মোদী সরকারের কাজে আরএসএস হস্তক্ষেপ করে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজেপির কাজে সংঘের কোনও হস্তক্ষেপ নেই। গত ১০০ বছর ধরে আরএসএস দেশপ্রেমিকদের তৈরি করে আসছে। আমি আরএসএস থেকে শিখেছি কীভাবে অন্য সবকিছুর মধ্যে দেশপ্রেমকে মনের ভেতরে রাখতে হয়। হস্তক্ষেপের কোনও প্রশ্নই ওঠে না।’
ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে শাহ জানান যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি তিনটি সমস্যা উত্তরাধিকারসূত্রে পেয়েছেন। সেগুলি হল-নকশাল, জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ এবং উত্তর-পূর্বে বিদ্রোহ। তিনি বলেন, ‘গত ১০ বছরে, এই তিনটি স্থানে ১৬,০০০ যুবক আত্মসমর্পণ করেছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে, এই সমস্ত স্থানে শান্তি ফিরিয়ে আনা আমার কর্তব্য। এটি প্রধানমন্ত্রীর অগ্রাধিকার এবং স্বাভাবিকভাবেই এটি আমার অগ্রাধিকারও। সমস্যার কারণে, এই স্থানগুলিতে উন্নয়ন বন্ধ হয়ে গিয়েছে।’
আরও পড়ুন:- কাউন্টার থেকে কেনা ট্রেনের টিকিট অনলাইনেই বাতিল করা যাবে ! জানুন পদ্ধতি
আরও পড়ুন:- ভারতের কোথায় মুসলিম ধর্ম ছাড়ার হিড়িক? কোথায় ইসলামে আস্থা? হাল জানুন