Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী শুক্রবার, ১৫ই আগস্ট, আলাস্কায় এক শীর্ষ বৈঠকে বসতে চলেছেন। সূত্রের খবর, ইউক্রেনে চলমান যুদ্ধের অবসানের লক্ষ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এই বহুল প্রতীক্ষিত বৈঠককে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক।
এই প্রসঙ্গে ভারতের বিদেশ মন্ত্রক তাদের বিবৃতিতে জানিয়েছে, “১৫ই আগস্ট আলাস্কায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং রুশ ফেডারেশনের মধ্যে একটি বৈঠক আয়োজনের সমঝোতাকে ভারত স্বাগত জানায়।” বিবৃতিতে আরও বলা হয়, “এই বৈঠক ইউক্রেনে চলমান সংঘাতের অবসান ঘটিয়ে শান্তির পথ খুলে দেবে বলে আশা করা যায়।” উল্লেখ্য, এই উচ্চপর্যায়ের বৈঠকের আগে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ মস্কোতে পুতিনের সঙ্গে তিন ঘণ্টা বৈঠক করেন, যাকে মার্কিন যুক্তরাষ্ট্র “অত্যন্ত ফলপ্রসূ” বলে অভিহিত করেছে।
ডোনাল্ড ট্রাম্প তাঁর ‘ট্রুথ সোশ্যাল’-এর একটি পোস্টে এই বৈঠকের ঘোষণা করেন এবং জানান, তিনি এবং পুতিন উভয়েই এতে অংশ নিচ্ছেন। এর আগে, আর্মেনিয়া-আজারবাইজান শান্তি চুক্তি স্বাক্ষরের সময় ট্রাম্প সাংবাদিকদের ইঙ্গিত দিয়েছিলেন যে, শান্তি চুক্তির মধ্যে ভূমি বিনিময়ের বিষয়টিও থাকতে পারে। তিনি বলেন, “আমরা কিছু ফিরিয়ে নেব এবং কিছু পরিবর্তন করব। উভয় দেশের উন্নতির জন্য কিছু অঞ্চল অদল-বদল করা হবে।” অন্যদিকে, ক্রেমলিন জানিয়েছে, দুই নেতা ইউক্রেন সংকটের একটি দীর্ঘমেয়াদী শান্তিপূর্ণ সমাধানের উপায় নিয়ে আলোচনা করবেন। এই প্রক্রিয়াকে “চ্যালেঞ্জিং” বললেও এতে মস্কোর “সক্রিয় ও জোরালো” ভূমিকা রাখার কথাও জানানো হয়েছে।
তবে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার এক টেলিগ্রাম বার্তায় স্পষ্টভাবে জানিয়েছেন যে, তাঁর দেশ দখলদারদের কাছে তাদের ভূমি ছেড়ে দেবে না। তিনি বলেন, “ইউক্রেনের আঞ্চলিক প্রশ্নের উত্তর ইতিমধ্যেই ইউক্রেনের সংবিধানে রয়েছে। কেউ এর থেকে সরে দাঁড়াবে না এবং কেউ তা পারবেও না।”
আরও পড়ুন:- এক ধাক্কায় বাদ ৬৮ লক্ষ অ্যাকাউন্ট, বড় পদক্ষেপ Whatsapp-এর
আরও পড়ুন:- 26 হাজার চাকরি বাতিল মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, জেনে নিন