আলিপুর চিড়িয়াখানায় দু’দিনে দুই বাঘিনীর মৃত্যু , কারণ নিয়ে ধোঁয়াশা

By Bangla News Dunia Dinesh

Published on:

দু’দিনে দুই বাঘিনীর মৃত্যু হল আলিপুর চিড়িয়াখানায়। ২৪ ঘণ্টার মধ্যে দুই বাঘিনীর মৃত্যুতে প্রশ্নের মুখে পড়েছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। কী কারণে তাদের মৃত্যু হল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। যদিও চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, দুটি বাঘিনীই বার্ধক্যজনিত রোগে ভুগছিল, সম্ভবত সেই কারণেই তাদের মৃত্যু হয়েছে। ঘটনায় তদন্ত শুরু করেছে সেন্ট্রাল জু অথরিটি।

মঙ্গলবার সকালে আলিপুর চিড়িয়াখানায় মারা যায় ১৭ বছরের বাঘিনী ‘পায়েল’। ২০১৬ সালে ওডিশার নন্দনকানন থেকে আনা হয়েছিল তাকে। দীর্ঘ দিন ধরে অসুস্থ সে। অসুস্থতার কারণে হাঁটাচলার ক্ষমতাও হারিয়ে ফেলেছিল। খাওয়াদাওয়াও প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। মঙ্গলবার তার মৃত্যু হয়। এর পর বুধবার সকালে মারা যায় ‘রূপা’। বয়স হয়েছিল প্রায় ২১ বছর। চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রে খবর, বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিল রূপা। মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে।

পর পর দুই বাঘিনীর মৃত্যুতে প্রশ্নের মুখে পড়েছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের দাবি, দুটি বাঘিনীই বার্ধক্যজনিত রোগে ভুগছিল। সেই কারণেই তাদের মৃত্যু হয়েছে। সেন্ট্রাল জু অথরিটির নির্দেশে ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাঘিনী দুটির পরিচর্যা এবং স্বাস্থ্যের বিষয়ে কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখবে এই কমিটি।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন