আশার আলো ! ব্রিটেনে প্রথম করোনা ভ্যাকসিন নেওয়া স্বেচ্ছাসেবী সুস্থ আছেন

By Bangla News Dunia Dinesh

Published on:

bBangla News Dunia, অজয় দাস :- ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করেছে। এখন তার পরীক্ষা নিরীক্ষা চলছে। গত ২৩ শে এপ্রিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে মানব শরীরে করোনার ভ্যাকসিন প্রয়োগ করা হয়। স্বেচ্ছাসেবী এলিসা গ্রানাটো করোনা ভাইরাসের ভ্যাকসিন নিজের শরীরে পরীক্ষা মূলক ভাবে নেন স্বেচ্ছায়। তার বক্তব্য তিনি চান এই মারণ ভাইরাস থেকে পৃথিবী দ্রুত সুস্থ হয়ে উঠুক।

আরো পড়ুন :- করোনায় প্লাজমা চিকিৎসা নিলো কার্যকরী ভূমিকা

তার শরীরে ভ্যাকসিন নেবার পর থেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়াতে থাকে যে তিনি অসুস্থ হয়েছেন। আবার কিছু সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে এমন খবর ও ছড়িয়ে পরে যে তিনি মারা গেছেন। এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকে তার পরিবার ও চিন্তায় পরে যায়।

করোনা পরীক্ষার জন্য অর্থসাহায্য দেবের

তার পরই একাধিক আন্তর্জাতিক মিডিয়া তার সাথে কথা বলেন , তিনি জানান তার শরীরে কোনো রকম অসুবিধা নেই। তিনি বর্তমানে সুস্থ আছেন। তিনি জানান পরিবারের সবার সাথে তার কথা হয়েছে। পরিবারের লোকেরা ওই ভুয়ো খবর দেখে বিচলিত হয়ে পড়েছিলেন। তিনি বলেন আমি প্রতিটি দিন উপভোগ করছি।  তিনি পেশায় একজন মাইক্রোবায়োলোজিস্ট।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা দলের প্রধান এন্ড্রু পোলার্ড জানান , এই রকম ভুয়ো খবর করোনা মোকাবিলায় গবেষকদের মনোবল ভাঙতে পারে। এই রকম ভুয়ো খবর ছড়াতে দেওয়া উচিত নয়।

আরো পড়ুন :- কিম জং উন জীবিত ! জানালো দক্ষিণ কোর

 

Highlights:

  • এলিসা গ্রানাটো প্রথম মহিলা যিনি করোনার ভ্যাকসিন নিজের শরীরে নিয়েছেন। 
  • এলিসা গ্রানাটোর মৃত্যুর ভুয়ো খবর ছড়ালো সোশ্যাল  মিডিয়ায়। 
  • সুস্থ আছেন , নিজের পরিবারের সাথে কথা বললেন এলিসা গ্রানাটো। 
  • এলিসা গ্রানাটো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন মাইক্রোবায়োলোজিস্ট।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন