আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য সুখবর। রাজ্য সরকার দিচ্ছে অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের মোবাইল ফোন কেনার জন্য ১০,০০০ টাকা করে। এরজন্য রাজ্য সরকারের বরাদ্দ ২০০ কোটি টাকা। ইতিমধ্যেই ১ লক্ষ ৫ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী ও ৭২ হাজার আশা কর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোবাইল কেনার ১০ হাজার টাকা প্রদান শুরু হল।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নিজস্ব X হ্যান্ডেলে পোস্ট করে জানান, আমাদের রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্যের সকল অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীরা যাতে আরো সুষ্ঠুভাবে নিজেদের কাজ করতে পারেন এবং উন্নততর পরিষেবা আমাদের মা ও শিশুদের কাছে পৌঁছে দিতে পারেন, তার জন্য প্রত্যেককে রাজ্য সরকারের তরফ থেকে একটি মোবাইল ফোন কেনার জন্য ১০,০০০ টাকা করে টাকা দেওয়া হবে। রাজ্য সরকারের এবারের বাজেটেও এই বাবদ আমরা ২০০ কোটি টাকা বরাদ্দ করেছিলাম।
আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আজ থেকে ১ লক্ষ ৫ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী ও ৭২ হাজার আশা কর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা প্রদান শুরু হল। আমি আমার সকল অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীকে জানাই উষ্ণ অভিনন্দন এবং তাঁদের পরিবারের সকল সদস্যকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
তিনি আরও বলেন, আমি সবসময় বিশ্বাস করি, আমাদের অঙ্গনওয়াড়ি কর্মী ও আশা কর্মীরা আমাদের শিশুদের পুষ্টি, মায়েদের স্বাস্থ্য, প্রসূতিদের দেখভালের ক্ষেত্রে নানান গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। আমি মনে করি, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তাঁদের সেই পরিশ্রমেরই স্বীকৃতি। আশা করি, রাজ্য সরকারের এই পদক্ষেপ তাঁদের প্রতিদিনের কর্মযজ্ঞে নতুন উদ্দীপনা যোগাবে এবং শিশু ও মাতৃকল্যাণে আরও অগ্রগতি আনবে।