Bangla News Dunia, Pallab : পাকিস্তানে আসছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)! আগামী সেপ্টেম্বরেই তাঁর পাকিস্তান (Pakistan) সফরের কর্মসূচি ঠিক রয়েছে বলে জানা যাচ্ছে। এমনটা যদি সত্যি হয় তাহলে গত প্রায় ২ দশকে ডোনাল্ড ট্রাম্পই প্রথম মার্কিন প্রেসিডেন্ট হবেন যিনি পাকিস্তানের মাটিতে পা রাখবেন। এর আগে ২০০৬ সালে জর্জ ডব্লিউ বুশ ছিলেন শেষ মার্কিন প্রেসিডেন্ট যিনি পাকিস্তান সফরে এসেছিলেন।
আরও পড়ুন : টাকা না থাকলেও চালানো যাবে অ্যাকাউন্ট ! ব্যাংক গুলির তরফে বিরাট সুখবর
পাকিস্তানের দুটি টিভি চ্যানেলের প্রতিবেদনকে কেন্দ্র করে ট্রাম্পের পাকিস্তান সফরের জল্পনা ছড়ায়। সেই রিপোর্টেই বলা হয়েছে, পাকিস্তান সফর করে ভারতেও যাবেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও পাকিস্তানে মার্কিন দূতাবাসের এক আধিকারিক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ‘এনিয়ে মন্তব্য করার মতো কিছু নেই, প্রেসিডেন্টের সফরসূচি সম্পর্কে যা বলার হোয়াইট হাউসই বলতে পারবে।’ মন্তব্য করা থেকে বিরত থেকেছে পাক বিদেশমন্ত্রকও। পাকিস্তানের তথ্যমন্ত্রকও এই সংক্রান্ত কোনও প্রশ্নের উত্তর দেয়নি।
তবে যেটা জানা যাচ্ছে চলতি বছরই ভারতে কোয়াড (Quadrilateral Security Dialogue) গোষ্ঠীর বৈঠক হওয়ার কথা রয়েছে। কোয়াডের সদস্য দেশের মধ্যে ভারত ছাড়াও আমেরিকা, অস্ট্রেলিয়া ও জাপান রয়েছে। মূলত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চিনের গতিবিধির উপর নজরদারি চালানো ও ড্রাগনকে চাপে রাখাই কোয়াড গোষ্ঠীর মূল কাজ। তবে এই বৈঠকের দিনক্ষণ এখনও কিছু ঘোষণা হয়নি। ফলে এই বৈঠককে কেন্দ্র করে ভারতে এলে তার আগে মার্কিন প্রেসিডেন্ট ইসলামাবাদে পা রাখতে পারেন বলেও মনে করা হচ্ছে।
আরও পড়ুন : NEET UG 2025-র কাউন্সেলিং কবে ? জানুন সম্ভাব্য দিনক্ষণ, বিজ্ঞপ্তি এমসিসি-র