আসছে ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’, প্রতিযোগিতায় কারা? দেখে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আগামী মঙ্গলবার অর্থাৎ 18 মার্চ শহরের বুকে অনুষ্ঠিত হতে চলেছে ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’ । বাইপাসের ধারের এক পাঁচতারা হোটেলে বসবে ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আসর । প্রতি বছরের মতো এবারও পুরস্কৃত করা হবে সেরা অভিনেতা, সেরা ছবি, সেরা পরিচালক-সহ বাংলা সিনেমাকে সমৃদ্ধ করেছেন এমন ব্যক্তিত্বদের ।

কোন কোন বিভাগে রয়েছে পুরস্কার?

  • সেরা ছবি
  • সেরা পরিচালক
  • সেরা ছবি (ক্রিটিকস)
  • সেরা মুখ্য চরিত্রাভিনেতা
  • সেরা অভিনেরা (ক্রিটিকস)
  • সেরা মুখ্য চরিত্রাভিনেত্রী
  • সেরা অভিনেত্রী (ক্রিটিকস)
  • সেরা পার্শ্ব অভিনেতা
  • সেরা পার্শ্ব অভিনেত্রী
  • সেরা মিউজিক অ্যালবাম
  • সেরা গীতিকার
  • সেরা প্লেব্যাক সিঙ্গার (পুরুষ)
  • সেরা প্লেব্যাক সিঙ্গার (মহিলা)
  • সেরা অরিজিনাল স্টোরি
  • সেরা চিত্রনাট্য
  • সেরা সংলাপ
  • সেরা সিনেমাটোগ্রাফি
  • সেরা প্রোডাকশন ডিজাইন
  • সেরা সম্পাদনা
  • সেরা ব্যাকগ্রাউন্ড মিউজিক
  • সেরা সাউন্ড ডিজাইন
  • সেরা কস্টিউম
  • সেরা নবীন পরিচালক
  • সেরা নবাগত অভিনেতা
  • সেরা নবাগত অভিনেত্রী

সেরা ছবি বিভাগে মনোনয়ন

অযোগ্য, বহুরূপী, চালচিত্র, খাদান, পদাতিক, সন্তান

সেরা মুখ্য অভিনেত্রী বিভাগে মনোনীত হয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত

 

সেরা পরিচালক

  • কৌশিক গঙ্গোপাধ্যায় (অযোগ্য)
  • নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় (বহুরূপী)
  • প্রতীম ডি গুপ্ত (চালচিত্র)
  • রাজ চক্রবর্তী (বাবলি)
  • সুজিত দত্ত (খাদান)
  • সৃজিত মুখোপাধ্যায় (পদাতিক)

অযোগ্য ছবির জন্য সেরা পরিচালকের মনোনয়ন বিভাগে রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়

 

সেরা ছবি (ক্রিটিকস)

  • বেলাইন (শমিক রায়চৌধুরী)
  • চালচিত্র এখন (অঞ্জন দত্ত)
  • মাণিকবাবুর মেঘ (অভিনন্দন বন্দ্যোপাধ্যায়)
  • মন পতঙ্গ (রাজদীপ পাল, শর্মিষ্ঠা মাইতি)
  • পদাতিক (সৃজিত মুখোপাধ্যায়)
  • বাদামি হায়নার কবলে (দেবালয় ভট্টাচার্য)
Filmfare Awards Bangla

মনোনয়ন বিভাগে রয়েছে চালচিত্র এখন ছবিটি (ছবি-সংগৃহীত)

 

সেরা মুখ্য অভিনেতা

  • অঙ্কুশ হাজরা (মীর্জা)
  • দেব (খাদান)
  • মিঠুন চক্রবর্তী (সন্তান)
  • প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (অযোগ্য)
  • শিবপ্রসাদ মুখোপাধ্যায় (বহুরূপী)
  • টোটা রায়চৌধুরী (চালচিত্র)
  • বিক্রম চট্টোপাধ্যায় (পারিয়া)

সেরা মুখ্য অভিনেতার মনোনয়নে রয়েছেন দেব

 

সেরা অভিনেতা (ক্রিটিকস)

  • আবির চট্টোপাধ্যায় (বাদামি হায়নার কবলে)
  • অঞ্জন দত্ত (চালচিত্র এখন)
  • চঞ্চল চৌধুরী (পদাতিক)
  • চন্দন সেন (মাণিকবাবুর মেঘ)
  • মোশারফ করিম (হুব্বা)
  • পরাণ বন্দ্যোপাধ্যায় (বেলাইন)

সেরা পার্শ্বচরিত্রাভিনেতা হিসাবে মনোনীত হয়েছেন যীশু সেনগুপ্ত

 

সেরা মুখ্য অভিনেত্রী

  • অপরাজিতা আঢ্য (এটা আমাদের গল্প)
  • জয়া আহসান (ভূতপরী)
  • কৌশানী মুখোপাধ্যায় (বহুরূপী)
  • ঐন্দ্রিলা সেন (মীর্জা)
  • ঋতুপর্ণা সেনগুপ্ত (অযোগ্য)
  • শুভশ্রী গঙ্গোপাধ্যায় (বাবলি)

সেরা মুখ্য অভিনেতা নমিনেশনে রয়েছে টোটা রায়চৌধুরীর নাম

 

সেরা অভিনেত্রী (ক্রিটিকস)

  • অনসূয়া মজুমদার (সন্তান)
  • বৈশাখী রায় (মন পতঙ্গ)
  • মমতা শঙ্কর (বিজয়ার পরে)
  • মিমি চক্রবর্তী (আলাপ)
  • শ্রেয়া ভট্টাচার্য (বেলাইন)
  • শুভশ্রী গঙ্গোপাধ্যায় (বাবলি)

সেরা পার্শ্বচরিত্রাভিনেতা

  • অমিত সাহা (মন পতঙ্গ)
  • অনির্বাণ চক্রবর্তী (চালচিত্র)
  • যীশু সেনগুপ্ত (খাদান)
  • শাওন চক্রবর্তী (চালচিত্র এখন)
  • শিলাজিৎ মজুমদার (অযোগ্য)
  • সৌম্য মুখোপাধ্যায় (পারিয়া)

সেরা পার্শ্ব চরিত্রাভিনেত্রী

  • মনামী ঘোষ (পদাতিক)
  • ঋতাভরী চক্রবর্তী (বহুরূপী)
  • শুভশ্রী গঙ্গোপাধ্যায় (সন্তান)
  • স্বস্তিকা দত্ত (আলাপ)
  • স্বস্তিকা মুখোপাধ্যায় (বিজয়ার পরে)
  • তনিকা বসু (চালচিত্র)

সেরা মিউজিক অ্যালবাম

  • আলাপ (অনুপম রায়)
  • অযোগ্য (ইন্দ্রদীপ দাশগুপ্ত, অনুপম রায়, রণজয় ভট্টাচার্য)
  • বহুরূপী (অনুপম রায়, বনি চক্রবর্তী, অর্ণব দত্ত, শিলাজিৎ মজুমদার, ননীচোরা দাস বাউল)
  • খাদান (স্যাভি, রথীজিৎ ভট্টাচার্য, নীলায়ণ চট্টোপাধ্যায়)
  • সূর্য (লয়-দীপ)

সেরা গীতিকার

  • অভিনন্দন বন্দ্য়োপাধ্যায় (তোমার আমার গল্প হত যদি, ছবি -মাণিকবাবুর মেঘ)
  • অনুপম রায় (অযোগ্য আমি, ছবি- অযোগ্য)
  • ননীচোরা দাস বাউল (শিমুল পলাশ, ছবি- বহুরূপী)
  • প্রসেন (মেঘ মুলুকের ঝিল, ছবি- সূর্য)
  • রণজয় ভট্টাচার্য (তোমায় ছেড়ে যেতে পারলাম কই, ছবি- টেক্কা)
  • রণজয় ভট্টাচার্য (তুই আমার হবি না, ছবি- অযোগ্য)

সেরা প্লেব্যাক সিঙ্গার (পুরুষ)

  • অনির্বাণ ভট্টাচার্য (তোমার আমার গল্প হত যদি, ছবি -মাণিকবাবুর মেঘ)
  • অরিজিৎ সিং (কেউ জানবে না- ছবি- অযোগ্য)
  • মিকা সিং (কি একখান গান বানাইসে, ছবি- মেন্টাল)
  • ননীচোরা দাস বাউল (শিমুল পলাশ, ছবি- বহুরূপী)
  • রথীজিৎ ভট্টাচার্য (কিশোরী, ছবি-খাদান)
  • রূপঙ্কর বাগচী (তুই আমার হবি না, ছবি- অযোগ্য)
  • তিমির বিশ্বাস (তাসের দেশে, ছবি- টেক্কা)

সেরা প্লেব্যাক সিঙ্গার (মহিলা)

  • অন্তরা মিত্র (কিশোরী, ছবি- খাদান)
  • ইমন চক্রবর্তী (কী একখান গান বানাইসে, ছবি- মেন্টাল)
  • শ্রেষ্ঠা দাস (ডাকাতিয়া বাঁশি, ছবি- বহুরূপী)
  • শ্রেয়া ঘোষাল (আজ সারা বেলা, ছবি- বহুরূপী)
  • শ্রেয়া ঘোষাল (তুই আমার হবি না, ছবি- অযোগ্য)
  • সোমলতা আচার্য চৌধুরী (আবহাওয়া বলে দেয়, ছবি – আলাপ)

সেরা অরিজিনাল স্টোরি

  • অভিনন্দন বন্দ্যোপাধ্যায় (মাণিকবাবুর মেঘ)
  • নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় (বহুরূপী)
  • প্রতীম ডি গুপ্ত (চালচিত্র)
  • রাজদীপ পাল এবং শর্মিষ্ঠা মাইতি (মন পতঙ্গ)
  • শমিক রায়চৌধুরী (বেলাইন)
  • শ্রীজীব এবং সৌম্যব্রত রক্ষিত (সন্তান)

সেরা চিত্রনাট্য

  • অভিনন্দন বন্দ্যোপাধ্যায় (মাণিকবাবুর মেঘ)
  • অন্তরা বন্দ্যোপাধ্যায়, তথাগত মুখোপাধ্যায় (পারিয়া)
  • অরিত্র বন্দ্যোপাধ্যায় (দাবাড়ু)
  • দেবালয় ভট্টাচার্য (বাদামি হায়নার কবলে)
  • প্রতীম ডি. গুপ্ত (চালচিত্র)
  • সৃজিত মুখোপাধ্যায় (পদাতিক)

সেরা সংলাপ

  • অভিনন্দন বন্দ্যোপাধ্যায় (মাণিকবাবুর মেঘ)
  • কৌশিক গঙ্গোপাধ্যায় (মাণিকবাবুর মেঘ)
  • প্রতীম ডি. গুপ্ত (চালচিত্র)
  • প্রেমেন্দু বিকাশ চাকী (আলাপ)
  • সৃজিত মুখোপাধ্যায় (পদাতিক)

সেরা সিনেমাটোগ্রাফি

  • অনুপ সিং (মাণিকবাবুর মেঘ)
  • ইন্দ্রনাথ মারিক (বহুরূপী)
  • ইন্দ্রনাথ মারিক (পদাতিক)
  • মানস গঙ্গোপাধ্যায় (বাবলি)
  • রম্যদীপ সাহা (বাদামি হায়নার কবলে)
  • তুর্য ঘোষ (চালচিত্র)

সেরা প্রোডাকশন ডিজাইন

  • আনন্দ আঢ্য (বহুরূপী)
  • আনন্দ আঢ্য (চালচিত্র)
  • মোনালিসা মুখোপাধ্যায় (মাণিকবাবুর মেঘ)
  • রণজিৎ ঘরাই (বাদামি হায়নার কবলে)
  • বাবলু সিংহ (খাদান)
  • তন্ময় চক্রবর্তী (পদাতিক)

সেরা সম্পাদনা

  • অন্তরা লাহিড়ী (চালচিত্র)
  • মায়া লাহা (বহুরূপী)
  • মহম্মদ কালাম (দাবাড়ু)
  • প্রণয় দাশগুপ্ত (অতি উত্তম)
  • সংলাপ ভৌমিক (বাদামি হায়নার কবলে)
  • সৃজিত মুখোপাধ্যায় (পদাতিক)

সেরা ব্যাকগ্রাউন্ড মিউজিক

  • বনি চক্রবর্তী (বহুরূপী)
  • দেবজ্যোতি মিশ্র (চালচিত্র)
  • ইন্দ্রদীপ দাশগুপ্ত (পদাতিক)
  • নীল দত্ত (চালচিত্র এখন)
  • প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় (আলাপ)
  • রথীজিৎ ভট্টাচার্য (খাদান)
  • শুভজিৎ মুখোপাধ্যায় (মাণিকবাবুর মেঘ)

সেরা সাউন্ড ডিজাইন

  • অভিজিৎ রায় (মাণিকবাবুর মেঘ)
  • অদীপ সিং মনকি (অথৈ)
  • অদীপ সিং মনকি, অনিন্দিত রায় (খাদান)
  • অদীপ সিং মনকি, অনিন্দিত রায় (চালচিত্র)
  • দিব্য (পদাতিক)

সেরা কস্টিউম

  • সাবর্ণী দাস (বাদামি হায়নার কবলে)
  • জয়ন্তী সেন (বহুরূপী)
  • পৌলমী গুপ্ত (যমালয়ে জীবন্ত ভানু)
  • সাবর্ণী দাস (পদাতিক)
  • সাবর্ণী দাস (হুব্বা)

সেরা নবীন পরিচালক

  • অভিজিৎ শ্রীদাস (বিজয়ার পরে)
  • অভিনন্দন বন্দ্যোপাধ্যায় (মাণিকবাবুর মেঘ)
  • অর্ণ মুখোপাধ্যায় (অথৈ)
  • মানসী সিনহা (এটা আমাদের গল্প)
  • শমিক রায়চৌধুরী (বেলাইন)

সেরা নবাগত অভিনেতা

  • গম্ভীরা ভট্টাচার্য (হুব্বা)
  • ইন্দ্রজিৎ বসু (চালচিত্র)
  • কোরক সামন্ত (পদাতিক)
  • প্রতীক দত্ত (বাদামি হায়নার কবলে)
  • শুভঙ্কর মোহান্ত (মন পতঙ্গ)

সেরা নবাগত অভিনেত্রী

  • অঙ্গণা রায় (পারিয়া)
  • বৈশাখী রায় (মন পতঙ্গ)
  • ইধিকা পাল (খাদান)
  • রোশনি ভট্টাচার্য (অতি উত্তম)

 

আরও পড়ুন:- স্বাস্থ্যসাথীর আওতায় হাসপাতাল পরিষেবা না-দিলে কী করবেন ? জানালেন চন্দ্রিমা

আরও পড়ুন:- গ্রীষ্মে প্রচুর পরিমাণে লেবু খান, এই রোগগুলি ছুঁতেও পারবে না

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন