Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : সনাতনী শাস্ত্রে একাধিক পুজোর কথা উল্লেখ আছে। বর্ণিত রয়েছে দেব-দেবীর কথাও। শাস্ত্র মতে, ভগবান সূর্য হলেন আত্মা, মান-সম্মান, সাফল্য, উন্নতির প্রতীক। তাঁকে তুষ্ট করতে পারলে যেমন দূর হবে আর্থিক বাধা তেমন উন্নতি ঘটবে সংসারে। মকর সংক্রান্তিতে সূর্য মকর রাশিতে প্রবেশ করে। পৌরাণিক কাহিনি অনুসারে, মকর সংক্রান্তির তিথিতে সূর্য দেবতা তাঁর পুত্র শনির গৃহে আসেন। বাবা ও ছেলের মিলন উপলক্ষে উৎসব হয়।
পূণ্য অর্জনের জন্য এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। ভগবান কৃষ্ণ বলে ছিলেন, মকর সংক্রান্তির তিথিতে কেউ দেহত্যাগ করলে তাঁর মোক্ষ লাভ হয়। এই দিনটি ভগবান বিষ্ণুর সঙ্গেও সম্পর্ক যুক্ত। এই দিন ভগবান বিষ্ণু অসুরদের বধ করেছিলেন। তবে আর্থিক বৃদ্ধি ঘটাতে এই দিন মেনে চলতে পারেন জ্যোতিষ টোটকা। দেখুন সহজ টিপস —-
মকর সংক্রান্তির দিন উপায় করতে কালো তিলের কথা উল্লেখ আছে। প্রচলিত আছে, সূর্য দেবতা যখন প্রথম শনি দেবতার সঙ্গে দেখা করতে যান, তখন শনি দেবতা তাঁকে কালো তিল উপহার দিয়েছিলেন। কালো তিল উপহার পেয়ে খুশি হন সূর্য। শনি দেবতার সংসারে শ্রীবৃদ্ধি ঘটে। তাই জ্যোতিষ টোটকা অনুসারে, মকর সংক্রান্তির দিন কালো তিল দিয়ে শনি ও সূর্য দেবতার পুজো করার কথা উল্লেখ আছে।
মকর সংক্রান্তির দিন সকালে স্নান করুন। নতুন পোশাক পরে কালো তিল দিয়ে শনি ও সূর্য দেবের পূজা করুন। মকর সংক্রান্তির দিন এই উপায় করলে আর্থিক বৃদ্ধি ঘটবে। একটি তামার পাত্রে জল ভরে তাতে কালো তিন, চাল, ফুল ও চন্দন দিন। তারপর সূর্য মন্ত্র জপ করুন। এবার সূর্য দেবতাকে অর্পণ করুন এই জল। এতে দূর হবে আর্থিক টানা পোড়েন। মকর সংক্রান্তিতে কালো তিল দান করতে পারেন।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল