আসছে শ্রাবণ মাস, রাশি মেনে ভোগ দিন শিবকে

By Bangla News Dunia Dinesh

Updated on:

Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :-  আগামী ১৮ই জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস। শেষ হবে ১৭ই আগস্ট ৷ এই শ্রাবণ মাসে মহাদেবের জলাভিষেক, রুদ্রাভিষেক করলে তার শুভ ফল পাওয়া যায় ৷ তার সঙ্গে রাশি মেনে যদি কেউ শুকনো ফল মহাদেবের কাছে অর্পণ করেন, তবে তার সমস্ত দুঃখ-কষ্ট দূর হয় ৷ হিন্দু শাস্ত্র মতে, যার যা রাশি, সেই অনুযায়ী ভোগ অর্পণ করা উচিৎ। এতে মহাদেব প্রসন্ন হন। দেখে নিন আপনার রাশি অনুযায়ী এই শ্রাবণ মাসে আপনি কী ভোগ মহাদেবকে দেবেন ৷

আরো পড়ুন :- সৌভাগ্যে ফেরাতে বাড়িতে রাখুন হলুদ গাছ, জানুন নিয়ম

মেষ রাশি :- এই রাশির অধিপতি মঙ্গল ৷ তাই এই রাশির জাতকেরা শ্রাবণ মাসে মুনক্কা অর্থাৎ, কালো আঙ্গুরের কিশমিশ এবং মিশ্রী ভোগ দিন শিবকে।

বৃষ রাশি :-  এই রাশির জাতকদের শিবকে কাজু ও মিশ্রী ভোগ দেওয়া উচিৎ।

মিথুন রাশি :- এই রাশির জাতকদের এই শ্রাবণ মাসে শিবশম্ভূকে পেস্তা ও মিশ্রী নিবেদন করা উচিৎ।

 

 

কর্কট রাশি :- জ্যোতিষ শাস্ত্র মতে এই রাশির জাতকদের মহাদেবের কাছে মাখনার সঙ্গে মিশ্রী মিশিয়ে ভোগ নিবেদন করা উচিৎ।

সিংহ রাশি :- এই রাশির জাতকদের শুকনো খুবানি এবং বাদাম নিবেদন করা উচিৎ শিব ঠাকুরকে।

আরো পড়ুন :- বাস্তু দোষ কাটাতে ও সংসারে সুখ-শান্তি বজায় রাখতে মানুন এই নিয়ম

কন্যা রাশি :- এই রাশির জাতকেরা শিবকে অর্পণ করুন পেস্তা ও মিশ্রী।

তুলা রাশি :- এই রাশির জাতকেরা কাজু ও মিশ্রী অথবা শুকনো নারকেল ও মিশ্রী অর্পণ করুন শিবকে৷

বৃশ্চিক রাশি :- মহাদেবের কাছে এই রাশির জাতকেরা মুনক্কা অর্থাৎ কালো আঙ্গুরের কিশমিশ অথবা চিনাবাদাম ও আখরোট ভোগ নিবেদন করতে পারেন।

ধনু রাশি :- শ্রাবণ মাসের যেকোনও সোমবারে মহাদেবকে জাফরান ও খেজুরের ভোগ নিবেদন করুন।

 

susanto sastri

 

মকর রাশি :- এই রাশির জাতকেরা শিবকে অর্পণ করুন আমন্ড, খেজুর ও ডুমুর।

কুম্ভ রাশি :- এই রাশির জাতকেরা সুপুরি ও আমন্ড ভোগ অর্পণ করুন মহাদেবকে ৷

মীন রাশি :- শ্রাবণ মাসের যেকোনও সোমবারে খেজুর ও জাফরান এছাড়াও কিশমিশ অর্পণ করুন মহাদেবকে ৷

আরো পড়ুন :- জানুন কোন কোন রাশির মানুষের উপর থাকে শিবের আশীর্বাদ

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী 

বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।

চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।

ফোন – 9732789314 , 7407388282 ( What’s App )  ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন