Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- জ্যোতিষ শাস্ত্র অনুসারে, ২০২৩ সালের প্রথম সূর্যগ্রহণ ২০ এপ্রিল ঘটতে চলেছে। মেষ রাশি ও অশ্বিনী নক্ষত্রে এই সূর্যগ্রহণ ঘটছে। তবে কম বেশি ১২ টি রাশির উপরই শুভ এবং অশুভ প্রভাব পড়বে। তবে মেষ রাশির মানুষেরা সবচেয়ে বেশি সতর্ক থাকুন।
মঙ্গল মিথুনে এবং বুধ মেষ রাশিতে থাকায় অশুভ যোগ তৈরি হচ্ছে। সূর্যগ্রহণের সময় রাহু এবং বুধের সঙ্গে সূর্য তার উচ্চ মার্গে মেষ রাশিতে উপস্থিত থাকবে। বুধ মেষ রাশিতে এবং মঙ্গল মিথুনে থাকার কারণে রাশি পরিবর্তনের যোগ তৈরি হচ্ছে। এই সময় মেষ রাশির মানুষেরা খুব অশুভ ফল পেতে পারেন।
আরো পড়ুন :- জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করতে বজরংবলীকে খুশি করুন কিছু সহজ উপায়ে
তাদের আইনি বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যবসায় ক্ষতির সম্ভাবনা রয়েছে। আত্মবিশ্বাস কমে যেতে পারে। সম্পর্কের টানাপোড়েন দেখা যাবে। সূর্যগ্রহণের প্রভাবে দাম্পত্য জীবনেও সমস্যা দেখা দিতে পারে। শুক্রের প্রভাবও এই ধরনের মানুষের জন্য খারাপ হতে পারে। গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন।
সূর্যগ্রহণের প্রভাব এড়াতে শ্রী হনুমানজির পুজো করুন। সূর্যগ্রহণের সময় বাইরে যাবেন না এবং ভগবত গীতা পাঠ করুন।
আরো পড়ুন :- দাম্পত্য অশান্তিতে জর্জরিত ? দাম্পত্য অশান্তি দূর করুন খুব সহজে
আরো পড়ুন :- আর্থিক সমস্যা থেকে সম্পূর্ণ মুক্তি চান ? মেনে চলুন কিছু উপায়
আরো পড়ুন :- জানুন কোন রাশির দাম্পত্য ও প্রেম জীবনে সুখ আসবে ? আর কাদের প্রেম ও সংসার তেমন সুখের হবে না?
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)