Bangla News Dunia , জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ :- সনাতন ধর্মে জ্যৈষ্ঠ মাসের সব মঙ্গলবারের গুরুত্ব রয়েছে। এই মঙ্গলবার গুলিকে বলা হয় বড় মঙ্গল বা বুধোয়া মঙ্গল। বড় মঙ্গল তিথিতে শ্রী হনুমান এর পুজো করা হয় পূর্ণ আচারের সঙ্গে । সেই পুজো করলে জীবনের সমস্ত দুঃখ-বেদনা দূর হয়ে যায়। এই দিনে নেওয়া কিছু ব্যবস্থা বিশেষ ফলদায়ক। কেবল আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায় না, তার সঙ্গে শ্রী হনুমানজীরও আশীর্বাদ বর্ষিত হয়।
বড় মঙ্গলবারে এই উপায় গুলি করুন —
আর্থিক সংকট থেকে মুক্তি পেতে বড় মঙ্গলের দিনে শ্রী হনুমান জীর পুজো করতে হবে। সাথে হনুমান চল্লিশা পাঠ করতে হবে। এটা বিশ্বাস করা হয় যে এই উপায় করলে আপনার অর্থনৈতিক সমস্যা দূর হয় এবং সম্পদ তৈরি হয়।
আপনি যদি আপনার কাজে উন্নতি চান, তবে বড় মঙ্গলের দিনে পুজোর সময় শ্রী হনুমান কে পান নিবেদন করুন। যার ফলে কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। সমস্ত ঝামেলা থেকে মুক্তি পেতে এই দিনে শ্রী হনুমানজীকে কেওড়ার সুগন্ধি দিয়ে গোলাপ ফুল নিবেদন করতে হবে।
এই মন্ত্রটি জপ করুন —-
“ওম নমো হনুমতে রুদ্রাবতারায় বিশ্বরূপায় অমিত বিক্রমায়
প্রাকটপরাক্রমায় মহাবলয় সূর্য কোটিসমপ্রভায় রামদূতায় স্বাহা।”
আরো পড়ুন :- উত্থান হচ্ছে গ্রহের রাজকুমার বুধের ! যার প্রভাব পড়বে ৫টি রাশির জীবনে
আরো পড়ুন :- শনি ও শুক্রের যুতিতে তৈরি হতে চলেছে নবপঞ্চম যোগ, বিশেষ ভাবে লাভবান হবে বেশ কিছু রাশি
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ সম্পর্কিত কোন কঠিন সমস্যার সমাধান করতে যোগাযোগ করুন….
জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ
হরিণঘাটা, বটতলা স্টপেজ, নদীয়া। (নিজ বাসভবন)
প্রতিদিন সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত।
বুকিং নাম্বার – 9093476035 , 8906174912
(নাম বুকিং করার সময় সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ পর্যন্ত।)
বিঃদ্রঃ – প্রতিদিন ২০ জনের বেশি ভক্ত দেখা হয় না