Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ন্যায়ের দেবতা ভগবান শনির জন্মদিন পালিত হয়। এই বছর শনি জয়ন্তী ১৯ মে। জ্যোতিষ শাস্ত্রে শনির বিশেষ গুরুত্ব রয়েছে। ভগবান শনি মানুষকে তাদের কর্ম অনুসারে শুভ বা অশুভ ফল দেন। জ্যোতিষশাস্ত্রের বিশ্বাস অনুসারে, যে সমস্ত মানুষের কুণ্ডলীতে শনির অশুভ ছায়া থাকে বা তাদের কুণ্ডলীতে তির্যক দৃষ্টি থাকে, তাদের অনেক ধরনের শারীরিক, মানসিক ও আর্থিক সমস্যায় পড়তে হয়।
গ্রহের গতিবিধির দিক থেকে শনি জয়ন্তীর দিনে অনেক বিরল ও শুভ যোগ তৈরি হচ্ছে। এছাড়াও শনি জয়ন্তীতে কিছু রাশির উপর শনিদেবের বিশেষ আশীর্বাদ থাকবে। শনি জয়ন্তীতে, শনিদেব তাঁর নিজের রাশি কুম্ভ রাশিতে অবস্থান করে শশ রাজযোগ সৃষ্টি করবেন। এতে লাভবান হবেন ৪ রাশির মানুষেরা। জানুন সেই রাশি গুলি সম্পর্কে —-
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
মেষ রাশি :- আপনার রাশিতে শনিদেব একাদশ ঘরে অর্থাৎ রাশিফলের প্রথম ঘরে বসে আছেন। শনিদেবের কৃপায় এই সময়ে ব্যবসায় লাভের পরিস্থিতি, অন্যদিকে বন্ধুদের সহযোগিতার সম্ভাবনা প্রকট। গবেষণার কাজে নিয়োজিত ব্যক্তিরা এই সময়ে ভালো ফল দিতে সক্ষম হবেন। আপনার সিনিয়ররা আপনার প্রতি সদয় হতে চলেছেন।
মিথুন রাশি :- এই রাশির মানুষের জন্য শনি জয়ন্তী খুবই উপকারী হতে চলেছে। আপনার রাশিতে, শনি বর্তমানে নবম ঘরে এবং বৃহস্পতি একাদশ ঘরে অবস্থান করছে। এই পরিস্থিতিতে আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে। চাকরিতে পদোন্নতি ও বৃদ্ধির শুভ লক্ষণ রয়েছে। আপনার উপর শনিদেবের বিশেষ আশীর্বাদ থাকবে। ভাগ্যের সহযোগিতায় প্রতিটি কাজে সাফল্য পাবেন।
সিংহ রাশি :- শনি জয়ন্তী এবং এই দিনে হওয়া যোগ সিংহ রাশির মানুষের জন্য খুবই উপকারী হবে। গজকেশরী যোগ থেকে আর্থিক লাভের ভালো সম্ভাবনা রয়েছে। আপনার পারিবারিক সুখ ক্রমাগত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি ভাগ্যের ভালো সমর্থন পাবেন।
কুম্ভ রাশি :- আপনার রাশিতে শশ রাজ যোগ তৈরি হচ্ছে। এর পাশাপাশি মেষ রাশিতে গজকেশরী যোগের কারণে শনি জয়ন্তী আপনার জন্য উপকারী হবে। আপনি আপনার কঠোর পরিশ্রমের সম্পূর্ণ ফল পাবেন।
আরো পড়ুন :- দাম্পত্য অশান্তিতে জর্জরিত ? দাম্পত্য অশান্তি দূর করুন খুব সহজে
আরো পড়ুন :- রাশি পরিবর্তন করছে বুধ ! ভাগ্য খুলবে ৩টি রাশির
আরো পড়ুন :- জানুন কোন রাশির দাম্পত্য ও প্রেম জীবনে সুখ আসবে ? আর কাদের প্রেম ও সংসার তেমন সুখের হবে না?
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)