Bangla News Dunia, Pallab : হোয়াইট হাউসে বৈঠক চলাকালীন তীব্র বাদানুবাদে জড়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy)। এই ঘটনার একদিনের মাথায় এবার ব্রিটেনে গেলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। শনিবার সেখানে পৌঁছাতেই সাদর অভ্যর্থনা জানানো হয় জেলেনস্কিকে। দেখা হতেই তাঁকে আলিঙ্গন করেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার (Keir Starmer)। এমনকি ব্রিটেন ইউক্রেনের পাশে রয়েছে বলেও জানান তিনি।
আরো পড়ুন : বৃদ্ধ বয়সে ভালো থাকার উপায়
শনিবার ১০, ডাউনিং স্ট্রিটে ব্রিটেনের প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক হয় স্টার্মার ও জেলেনস্কির। বৈঠকে ইউক্রেনের প্রতিরক্ষা সংক্রান্ত একটি ঋণের নথিতেও স্বাক্ষর করেছে ব্রিটেন প্রশাসন। ব্রিটেনের চ্যান্সেলর র্যাচেল রিভস ইউক্রেনের অর্থমন্ত্রীকে ভিডিও কনফারেন্সে নিয়ে এই ঋণে স্বাক্ষর করেন। যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনের পাশে থাকার জন্য ব্রিটেনকে ধন্যবাদও জানান জেলেনস্কি। স্টার্মারও জেলেনস্কিকে বলেন, ‘যত সময়ই লাগুক না কেন, ব্রিটেন ইউক্রেনের পাশেই রয়েছে।’
এদিন ডাউনিং স্ট্রিটের বাইরে জেলেনস্কিকে সমর্থন জানানোর জন্য দাঁড়িয়েছিলেন অনেকে। জেলেনস্কি সেখানে পৌঁছানোর পর তাঁদের মধ্যে উল্লাস লক্ষ্য করা গিয়েছিল। সেই প্রসঙ্গ তুলেই স্টার্মার বলেন, ‘আমি আশা করি আপনি রাস্তায় মানুষের উল্লাস লক্ষ্য করেছেন। ব্রিটেনের জনগণ আপনাকে কতটা সমর্থন করে এবং আপনার পাশে থাকার জন্য কতটা দৃঢ় সংকল্প তা নিশ্চয়ই বুঝতে পেরেছেন।’ এর জবাবে জেলেনস্কি বলেন, ‘আমরা খুবই খুশি যে আমাদের ব্রিটেনের মতো বন্ধু রয়েছে। এই যুদ্ধের শুরু থেকেই ব্রিটেন আমাদের পাশে রয়েছে। তার জন্য আমি ব্রিটেনের জনগণকে ধন্যবাদ জানাই।’ এদিকে, রবিবার ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করার কথা রয়েছে জেলেনস্কির।
আরও পড়ুন : ট্রাম্পের সাথে বিরোধের পর এই দেশগুলিকে পাশে পেলেন জেলেনস্কি,