Bangla News Dunia, Pallab : ইউক্রেন রাশিয়ার মধ্যে চলতে থাকা যুদ্ধে (Ukraine-Russia War) হঠাৎই বিরতির ঘোষণা করল রাশিয়া। জানা গেছে, ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। ৭ মে রাত ১২টা ১ মিনিট থেকে ১০ মে রাত ১২টা পর্যন্ত (মোট ৭২ ঘণ্টা) এই যুদ্ধবিরতি (Ceasefire) বলবৎ থাকবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন ও মিত্রশক্তির বিজয়ের ৮০ তম বার্ষিকী উপলক্ষ্যে এই যুদ্ধবিরতি পালন করা হবে। মস্কোর আশা ইউক্রেনও একই ভাবে যুদ্ধবিরতির কথা ঘোষণা করবে। তবে যদি এই যুদ্ধবিরতির সময় ইউক্রেন (Ukraine) কোনও হামলা চালায় তাহলে রাশিয়া (Russia) তার পালটা জবাব দেবে। এর আগে ইস্টার উপলক্ষ্যে ৩০ ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছিল মস্কো। কিন্তু সেই সময় যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে দুই দেশই।
আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়
উল্লেখ্য, ৩ বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। টানা যুদ্ধের ফলে বিধ্বস্ত ইউক্রেন। আন্তর্জাতিক মহলের তরফে বিভিন্ন সময় আবেদন জানানো হলেও যুদ্ধ থামেনি। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে উদ্যোগী হয়েছেন। কিন্তু রাশিয়ার তরফে এখনও তেমন ইতিবাচক সাড়া মেলেনি। সম্প্রতি ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন ইউক্রেন ক্রিমিয়ার উপর তাদের অধিকার ছেড়ে দিতে পারে। তাই রাশিয়ার উচিত দ্রুত স্থায়ী যুদ্ধবিরতির দিকে অগ্রসর হওয়া।
এই আবহে রাশিয়ার এই সাময়িক যুদ্ধবিরতির ঘোষণাও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত ইউক্রেন এই যুদ্ধবিরতির ঘোষণা নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি। তবে পশ্চিমের দেশগুলো মনে করছে এটি রাশিয়ার কৌশলগত চাল। পুতিন নিজেকে শান্তির পক্ষপাতী হিসেবে তুলে ধরতে এই পদক্ষেপ নিয়েছেন।
আরো পড়ুন : কখন “টিউমার’ ক্যান্সারে পরিনত হয় ? জানুন সঠিক তথ্য