ইউটিউব থেকে টাকা রোজগার করার গোপন টিপস। রইলো বিস্তারিত

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বর্তমানে সোশ্যাল মিডিয়া ও ইউটিউব ইনকাম (YouTube Income) করার দারুন মাধ্যম। বহু মানুষ ইউটিউব থেকে ইনকাম করে কোটিপতি হয়েছে। তবে ইউটিউব থেকে টাকা রোজগার করার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম মানতে হয়। আর সেই নিয়ম ইউটিউব থেকেই ঠিক করা হয়েছে। আপনি যদি ইউটিউব থেকে মাসে মাসে মোটা টাকা রোজগার করতে চান, তাহলে আজকের এই প্রতিবেদন পড়ে নিন।

YouTube Income Tips 2025

একজন কনটেন্ট ক্রিয়েটরের প্রথম প্রশ্ন থাকে সে ইউটিউব থেকে কীভাবে অর্থ উপার্জন করবে। বর্তমানে ডিজিটাল যুগে মানুষ অনলাইন ইনকাম (Online Earning)-এর দিকে ঝুঁকেছে। আপনিও যদি রোজগার করার রাস্তা খুঁজে থাকেন তাহলে ইউটিউব অবশ্যই একটি ভালো মাধ্যম। তবে যদি ইউটিউব থেকে রোজগার করতে হয় তাহলে আপনার কনটেন্ট যেমন আকর্ষণীয় হতে হবে, ঠিক তেমন ভাবেই আপনাকে youtube এর গোপন ট্রিক্স গুলি সম্পর্কে জেনে নিতে হবে।

আসলে বর্তমানের এই ডিজিটাল যুগে ইউটিউব কেবলমাত্র বিনোদনের মাধ্যম নয়। এটি অবশ্যই আয়ের একটি বড় উৎস। যেহেতু ইউটিউবের সাবস্ক্রাইবার সংখ্যা ভূমিকা রাখে, তাই কতজন সাবস্ক্রাইবার হলে youtube থেকে টাকা পাঠাবে একজন কনটেন্ট ক্রিয়েটরের আগেই সেটি জেনে রাখা জরুরী। ‌তবে শুধুমাত্র সাবস্ক্রাইবার নয় যদি ইউটিউব থেকে মোটা টাকা রোজগার করতে চান তাহলে ভিউয়ার্স বৃদ্ধির দিকেও নজর দিতে হবে।

আরও পড়ুন:- মহিলাদের জন্য সেরা 5 অনলাইন কোর্স। বাড়ি বসে শিখে প্রতিমাসে হাজার হাজার টাকা রোজগার করুন

কতজন সাবস্ক্রাইবারে কত টাকা পাবেন?

যদি YouTube থেকে উপার্জন করতে হয়, তবে আপনাকে প্রথমেই যোগ দিতে হবে YouTube পার্টনার প্রোগ্রামে (YPP)। আর এর জন্য কিছু শর্ত পূরণ করতে হবে। মনে রাখুন, এক্ষেত্রে আপনার চ্যানেলের কমপক্ষে ১,০০০ সাবস্ক্রাইবার থাকতে হবে। এছাড়াও, গত ১২ মাসে আপনার ইউটিউব চ্যানেলের ৪,০০০ ঘণ্টা দেখার সময় সম্পূর্ণ হওয়া উচিত। তবে যদি একই সময়ে YouTube Shorts থেকে আয় করতে হয় তবে ১০ মিলিয়ন (১ কোটি) ভিউ থাকতে হবে।

ইউটিউব থেকে রোজগার করার জন্য অবশ্যই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে।ইউটিউবের যে সব পলিসি ও নির্দেশিকা রয়েছে সেগুলি অনুসরণ করা প্রয়োজন। আসলে আপনি অনেক রকম উপায়ে ইউটিউব থেকে অর্থ উপার্জন করতে পারবেন। আপনি YPP-এ যোগ দিতে পারেন। আর তখন থেকে YouTube আপনার ভিডিওতে বিজ্ঞাপন দেখাতে শুরু করবে। ভিডিওতে যদি বিজ্ঞাপন বসে, তাহলে আপনি প্রতি ১০০০ ভিউ থেকে $1 থেকে $5 অর্থাৎ প্রায় 80-400 টাকা উপার্জন করতে পারবেন।

এক্ষেত্রে জেনে রাখা জরুরী, আয় CPM (Cost Per Mille) এবং RPM (Revenue Per Mille) এর উপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে। এবার যদি আপনার চ্যানেলে যদি অনেক সাবস্ক্রাইবার ও দর্শক থাকে, তাহলে আপনি সরাসরি ব্র্যান্ডের তরফ থেকে স্পনসরশিপ পেতে পারেন। আপনি এই ব্র্যান্ড প্রচারের মাধ্যমে ১০,০০০ টাকা থেকে ৫ লক্ষ টাকা অনায়াসেই আয় করতে পারেন৷ এভাবে মাস গেলে আপনার আয় লক্ষ্যাধিক হতে পারে।

আরও পড়ুন:- আঙুর শুধু জলে ধুলেই হয় না, ৩ উপায়ে পরিষ্কার না করলে মারণ রোগের বাসা বাঁধবে

আরও পড়ুন:- রেখা গুপ্তা কে? কেন তাঁকে দিল্লির মুখ্যমন্ত্রী করল BJP?

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন