ইউনূস জমানায় বেলাগাম নির্যাতন হয়েছে সংখ্যালঘুদের উপর, প্রকাশ্যে রাষ্ট্রসংঘের রিপোর্ট

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- ইউনূস জমানায় বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর যে ভয়াবহ নির্যাতন হয়েছে তারই এক রিপোর্ট তথ্যপ্রমাণ-সহ প্রকাশ্যে এল। রিপোর্টে বলা হয়েছে, মাত্র ৫ মাসে বাংলাদেশে খুন করা হয়েছে ৩২ জন হিন্দুকে। ১৩ জন সংখ্যালঘু মহিলাকে ধর্ষণ ও গণধর্ষণ করা হয়েছে। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে প্রচুর সংখ্যক মন্দির ও উপাসনালয়। সংখ্যাটা প্রায় ১৩৩। প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ওপার বাংলায় এমন লাগাতার ঘটনা ঘটলেও চোখ বুজে রয়েছে ইউনুসের প্রশাসন। দেশ জুড়ে দাপিয়ে বেরাচ্ছে জামাতের মতো ধর্মীয় মৌলবাদী সংগঠন।

আরো পড়ুন :- 22 মার্চ থেকে শুরু IPL, প্রিয় দল KKR-এর ম্যাচ কবে কবে ? দেখে নিন তালিকা

গত বছরের ৫ অগাস্ট বাংলাদেশে হাসিনা সরকারকে উৎখাতের পর প্রধান উপদেষ্টা হন মুহাম্মদ ইউনূস। ইউনুসের নেতৃত্বে দাঁত-নখ বের করেছে জঙ্গিরা। এই ধর্মীয় মৌলবাদীদের রোষানলে পড়ছেন সেখানকার সংখ্যালঘু হিন্দুরা। বাংলাদেশের মাটিতে সংখ্যালঘু নির্যাতনের চাঞ্চল্যকর একটি রিপোর্ট সম্প্রতি প্রকাশ্যে এনেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইউনিটি কাউন্সিল। তাঁদের রিপোর্ট অনুযায়ী, গত বছরের ৪ অগাস্ট থেকে ৩১ ডিসেম্বর এই সময়কালের মধ্যে সবচেয়ে বেশি সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছে। সরকার বদলের মাত্র ১৫ দিনের মধ্যে ২০১০ টি সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটে। বাংলাদেশ সরকার ১৭৬৯টি ঘটনার প্রমাণ পেয়েছে বলে স্বীকার করে নিয়েছে। যদিও সেই মামলা গুলোর কিনারা করতে তৎপরতা দেখায়নি ইউনূস সরকার।

আরো পড়ুন :- গুগল অ্যাডসেন্স দিয়ে বাড়িতে বসেই অনলাইনে কিভাবে ইনকাম কলরবেন ? দেখে নিন

সংখ্যালঘু কাউন্সিলের মহাসচিব মুনীন্দ্র কুমার নাথ বলেন, ‘হাসিনা দেশ ছাড়ার প্রথম ১৫ দিনের মধ্যেই ৯ জন সংখ্যালঘু খুন, ৪ ধর্ষণ ও ৯১৫টি বাড়িতে হামলা চলে। ৯৫৩টি দোকানে ভাঙচুর করা হয়। ৬৯টি মন্দির ভাঙচুর করা হয়েছে। ইউনূস প্রধান উপদেষ্টা হওয়ার চারমাসেই ২৩ খুন, ৯ জনকে ধর্ষণ-সহ ৬৪টি মন্দিরে হামলা চলে। এই সময় রীতিমতো আতঙ্কে ভুগছিলেন সেখানকার সংখ্যালঘুরা। শুধু তাই নয়, সংখ্যালঘুদের গ্রেপ্তার করে নির্যাতন করা হয় সরকারের তরফে। সরকারি চাকরিতে থাকা সংখ্যালঘুদের জোর করে ইস্তফা দেওয়ানো হয়।’

আরো পড়ুন :- রয়েছে বিশেষ ঔষধি গুণ, একবার এই ফসল চাষ করলেই লাখপতি হওয়া কনফার্ম

শুধুমাত্র সংখ্যালঘুদের রিপোর্টই নয়, গত বুধবার রাষ্ট্রসংঘের একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে। রাষ্ট্রসংঘের রিপোর্টে দাবি করা হয়েছে, গত বছরে বাংলাদেশের রাজনৈতিক হিংসার জেরে ১৪০০ মানুষকে হত্যা করা হয়েছে। যার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে নিরাপত্তাবাহিনীর গুলিতে। হাসিনা বিদায়ের পর থেকে সংখ্যালঘুদের  দোকানপাঠ, পূজাস্থলে ভাঙচুর করা হয়েছে। এর সবচেয়ে বেশি প্রভাব পড়ে গ্রামীণ ক্ষেত্রে ঠাকুরগ্রাম, লালমোনিরহাট, দিনাজপুর, সিলেট, খুলনা ও রংপুর সবচেয়ে বেশি উত্তপ্ত ছিল।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন