Bangla News Dunia, Pallab : পহলগাম হামলার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি স্থগিত করেছে ভারত। এবার বাংলাদেশেও জল সরবরাহ বন্ধের দাবি জানালেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
আরও পড়ুন : জানুন প্রবল গরমে সান স্ট্রোক প্রতিরোধে করণীয় ?
পহলগামে জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে। হামলার দায় স্বীকার করেছে লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। লস্করের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যোগাযোগের অভিযোগ তুলে সরব হয়েছেন বিজেপি সাংসদ। ওপার বাংলায় জল সরবরাহ বন্ধের দাবি জানিয়েছেন নিশিকান্ত। ১৯৯৬ সালে বাংলাদেশের সঙ্গে স্বাক্ষরিত গঙ্গার জল চুক্তির সমালোচনা করেছেন তিনি। তাঁর কথায়, ‘১৯৯৬ সালে, কংগ্রেস আমলে ভারত ও বাংলাদেশের মধ্যে হওয়া গঙ্গা জল চুক্তি ত্রুটিপূর্ণ। এটি কংগ্রেস সরকারের ভুল।’
সন্ত্রাসবাদে মদতদাতা দেশগুলির সঙ্গে জল ভাগাভাগি কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন তোলেন নিশিকান্ত। তাঁর কথায়, ‘আমরা কতদিন সাপদের জল সরবরাহ করব? এখন তাদের পিষে ফেলার সময়। সন্ত্রাসবাদী সংগঠনকে সমর্থন বন্ধ না করা পর্যন্ত আমাদের বাংলাদেশকে জল দেওয়া বন্ধ রাখা উচিত।’
নিশিকান্তর সংযোজন, ‘লস্কর-ই-তৈবা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে। জঙ্গি অনুপ্রবেশ বন্ধ করতে ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা সুনিশ্চিত করা প্রয়োজন।’
আরও পড়ুন : ভারত VS পাকিস্তান, স্থল-জল-আকাশে কার কত ক্ষমতা ? বিস্তারিত জেনে নিন
আরও পড়ুন : অস্ত্রোপচার নাকি হোমিওপ্যাথি ? জানুন কোন পথে টিউমার থেকে স্থায়ী সমাধান