ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তি সম্পন্ন আমেরিকার, ১৫ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ১ অগাস্ট থেকে ইউরোপীয় ইউনিয়নের সব পণ্যের উপর ৩০ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। অবশেষে ট্রাম্পের সেই হুঁশিয়ারি থেকে অনেকটাই পিছিয়ে এলেন মার্কিন প্রেসিডেন্ট। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্যিক আলোচনা সেরে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বৈঠক করেছেন ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গে। তারপরই দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তির ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের নয়া শুল্কনীতিতে কোপ পড়েছিল ইউরোপীয় ইউনিয়নের উপরেও। দফায় দফায় আলোচনার পরে অবশেষে দু’দেশের মধ্যে বাণিজ্যিক রফাসূত্র বের হল।

আরও পড়ুন : পশ্চিমবঙ্গ ভোটার তালিকা সংশোধন, দেখে নিন সকলের প্রয়োজনীয় গুরুত্বপুর্ন প্রশ্ন-উত্তর

মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর প্রতিবেদন বলছে, ১ অগাস্ট থেকে ইউরোপীয় ইউনিয়নের সব পণ্যের উপর ৩০ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিলেও শেষ পর্যন্ত দ্বিপাক্ষিক বৈঠকে নির্ধারিত হয় ইউরোপীয় ইউনিয়নের পণ্যের উপর ১৫ শতাংশ শুল্ক নেবে আমেরিকা। তবে বর্তমানে স্টিল এবং অ্যালুমিনিয়ামের উপরে ৫০ শতাংশ হারে শুল্ক নেয় আমেরিকা, আপাতত সেটির কোনও বদল হচ্ছে না। বর্তমানে আমেরিকার বাজারে ইউরোপীয় ইউনিয়নের সব পণ্যের উপরেই রয়েছে ন্যূনতম ১০ শতাংশ শুল্ক। গাড়ির উপরে নেওয়া হয় ২৫ শতাংশ শুল্ক। ইউরোপীয় ইউনিয়নের সব পণ্যের উপর ৩০ শতাংশ শুল্ক চাপানো হলে ইউরোপীয় ইউনিয়নের ঘাড়েও বোঝা চেপে যেত। এই বাণিজ্যিক বোঝাপড়া হওয়ার অনেকটাই স্বস্তিতে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভূক্ত দেশগুলি।

পাশাপাশি ট্রাম্পের দাবি, নতুন বাণিজ্যচুক্তিতে আমেরিকার পণ্যের উপর কোনও শুল্ক নেবে না ইউরোপীয় ইউনিয়ন। যদিও এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

ট্রাম্পের দাবি, আমেরিকা থেকে ৭৫ হাজার কোটি ডলারের বৈদ্যুতিক পণ্য কিনতে রাজি ইউরোপীয় ইউনিয়ন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তাঁর দ্বিতীয় টার্মের এটি অন্যতম বড় বাণিজ্যচুক্তি বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তিনি বলেন, ‘আমি মনে করি এটি উভয় পক্ষের জন্যই খুব ভাল হবে। আমার মনে হয় আপনাদের দেশগুলিও এতে খুবই খুশি।’

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন