Bangla News Dunia, Pallab : ইজরায়েলের বিমান হামলায় নিহত হামাসের মুখপাত্র আবদেল-লতিফ-আল-কানুয়া। বৃহস্পতিবার ভোরে হামাস নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমে এমনটা দাবি করা হয়েছে।
প্রায় দু’মাস যুদ্ধবিরতির পর ফের গাজায় বোমা বর্ষণ শুরু করেছে বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনী। বিশেষ করে উত্তর গাজায় একের পর এক হামলা চলছে। হামাস পরিচালিত সংবাদ মাধ্যমে বলা হয়েছে, জাবালিয়ায় আল-কানুয়ার তাঁবু লক্ষ্য করে হামলা চালানো হলে তিনি নিহত হন। একই হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন। চলতি সপ্তাহের শুরুতে হামাস নেতা ইসমাইল বারহুম ও সালাহ আল-বারদাউইলের মৃত্যু হয়েছে।
আরো পড়ুন : কিভাবে ফ্রিতে গুগল সার্টিফাইড কোর্স করবেন? বিস্তারিত জেনে নিন
২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় হামাস। ইজরায়েলের তথ্য অনুসারে, সেদিন হামাস ২৫০ জনকে পণবন্দি করে। মাঝে কিছু বন্দিকে মুক্তি দেওয়া হলেও এখনও ৫৯ জন আটক আছেন। সেই কারণে গাজায় হামলায় চালিয়ে যাচ্ছে ইজরায়েল।
নেতানিয়াহু বুধবার জানিয়ে দিয়েছেন, হামাস বাকি পণবন্দিদের মুক্তি না দিলে গাজা উপত্যকা দখল করা হবে। অন্যদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ইজরায়েলের হামলায় এখন পর্যন্ত ৫০,০২১ জন নিহত হয়েছেন।