আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডি তল্লাশি শুরু করলে সেই খবর পাওয়া মাত্রই প্রথমে প্রতীক জৈনের বাড়ি এবং পরে আইপ্যাক দফতরে যান মুখ্যমন্ত্রী। সেখান থেকে কিছু নথি নিয়ে বেরোনোর পর ইডির তরফে থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর উঠেছে। ইডির তরফে জানানো হয় তাঁদের তদন্ত চলাকালীন সময়ে বাধা দিয়ে একাধিক ফাইল সরিয়ে নিয়ে আসে মুখ্যমন্ত্রী মমতা।
এরপরে ইডি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেন কলকাতা হাই কোর্টে। যদিও আজ এই মামলার রায় বিচারকার্য শুরু হবার কথা হলেও অতিরিক্ত হট্টগোল এর জন্য বিচারপতি তা করতে পারেননি। আগামী ১৪ জানুয়ারি হাইকোর্টে শুনানি হবে।
এ ঘটনার পর ইডির তল্লাশির কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছে ইডি আধিকারিকরা। তাও আবার আর্টিকেল ৩২-এর অধীনে এই মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও এই মামলার পাশাপাশি ইডি সুপ্রিম কোর্টে সিবিআই তদন্তের দাবিও জানিয়েছে।
রবিবার ( ১১ জানুয়ারি ) বার এন্ড বেঞ্চ এ তথ্য নিশ্চিত করেন।














