ইডেনে IPL দেখার খরচ বাড়ছে, জানুন কত হবে টিকিটের মূল্য

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সিএবিতে অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে আলোচনা হল ইডেনে আইপিএল ম্যাচের টিকিটের মূল্য নিয়েও । আইপিএলের তরফে এখনও কোনও টিকিটের দাম চূড়ান্তভাবে জানানো হয়নি । ফলে সরকারিভাবে এখনও টিকিটের দাম ঘোষণা হয়নি । সূত্রের খবর, ইডেনে আইপিএল ম্যাচের টিকিটের দাম বাড়তে চলেছে ।

অপেক্ষা আর মাত্র কয়েকদিনের । 22 মার্চ থেকে শুরু হয়ে যাবে অষ্টাদশ আইপিএল । প্রথম ম্যাচে ইডেনে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু । সেই ম্যাচের কয়েকদিন পর 6 এপ্রিল ইডেনে রয়েছে কেকেআর বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ । সেই ম্যাচকে কেন্দ্র করেই জটিলতা । সেদিন রামনবমী রয়েছে । তাই ইডেনে আইপিএলের ম্যাচে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা যাবে না বলে সিএবিকে জানিয়েছে কলকাতা পুলিশ ।

আরও পড়ুন:- কলকাতার সব জলাশয় নিয়ে দারুন সিদ্ধান্ত পুরনিগমের, বিস্তারিত জানুন

গত সন্ধ্যায় সিএবিতে এই খবর আসার পরই বাংলা ক্রিকেটের শীর্ষকর্তারা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ও কেকেআর কর্তৃপক্ষকে পুলিশের বক্তব্য জানিয়েছেন । বোর্ডের তরফে এখনও কিছু জানানো হয়নি সিএবি’কে । এই অবস্থায় অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনাও হয়েছে ।সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘‘পুলিশের আপত্তির বিষয়টি গতকাল রাতের দিকে জানতে পারি আমরা । বোর্ড ও কেকেআরকে জানানো হয়েছে পুরো বিষয়টি । দেখা যাক কী হয় ।’’

পাশাপাশি সম্প্রতি ক্রিকেট থেকে অবসর নেওয়া ঋদ্ধিমান সাহার প্রাক্তন ক্রিকেটার হিসেবে ভোটাধিকার আজ সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে অ্যাপেক্সের বৈঠকে ।

আরও পড়ুন:- ইন্টারভিউর মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয়ে নতুন করে কর্মী নিয়োগ চলছে! দেখে নিন আবেদন পদ্ধতি

আরও পড়ুন:- কসবা কাণ্ডের পোস্টমর্টেম রিপোর্ট প্রকাশ, কি জানা গেলো ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন