ইদের সকালে রেড রোডে মমতা-অভিষেক, দিলেন সম্প্রীতি রক্ষার বার্তা

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- সোমবার ইদের (Eid) সকালে নমাজ পাঠের অনুষ্ঠানে গিয়ে সম্প্রীতি রক্ষার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। কোনওরকম উসকানিতে পা না দেওয়ার আবেদন করেন তিনি। পাশাপাশি এদিন বিরোধীদের একহাত নেন মমতা।

তিনি বলেন, ‘কেউ কেউ অশান্তি চায়। দাঙ্গা চায়। প্ররোচনায় পা দেবেন না। এটা ওদের প্ল্যান।’ মমতা বলেন, ‘কলকাতা থেকে টিকিট কিনে বাম রাম একসঙ্গে গিয়েছিল। আমাকে জিজ্ঞাসা করেছিল, আপনি কি হিন্দু? আমি বলেছি আমি হিন্দু, মুসলিম, শিখ…দিন শেষে ভারতীয়। এরা শুধু বিভাজনের রাজনীতি করে। বাংলা মানেই সম্প্রীতি।’ ধর্মের নামে ভোটব্যাংকের রাজনীতি করার অভিযোগ তুলে বিরোধীদের কাঠগড়ায় তোলেন মুখ্যমন্ত্রী। ‘লাল এবং গেরুয়া দুই রাজনৈতিক দল এক হয়ে গিয়েছে’ বলে অভিযোগ মমতার।

আরও পড়ুন:- কম বিনিয়োগে ১০টি লাভজনক ব্যবসার আইডিয়া, বিস্তারিত জেনে নিন

তিনি বলেন, ‘আমরা একাই একশো। সব ধর্মের জন্য আমার জান কবুল। জীবন দিয়ে দেবো, কিন্তু নিজের আদর্শ থেকে সরব না। সব হিন্দু আপনাদের বিরুদ্ধে নয়, কিছু নেতা এই নিয়ে ব্যবসা করেন, ওই দোকান আমি বন্ধ করে দেবো।’ রেড রোডের অনুষ্ঠানে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা গিয়েছে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। ষড়যন্ত্রে পা না রাখার আবেদন করেন তৃণমূল নেতা। তিনি বলেন, ‘আগুন নিয়ে খেলা করে, যাঁরা বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে, এঁদের কোনও ষড়যন্ত্রে পা দেবেন না।’

এদিন রেড রোডে সকলকে শুভেচ্ছা জানানোর পর পার্ক সার্কাসে চলে যান মমতা-অভিষেক। লাল মসজিদ থেকে পায়ে হেঁটে যান সাদা মসজিদ পর্যন্ত। এরপরই হাজির হন পার্ক সার্কাসে রিজওয়ানুর রহমানের বাড়িতে। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে।

আরও পড়ুন:- জেল সুপারের কাছে ‘লিভ ইন’ করার আর্জি সাহিল-মুসকানের, জানতে বিস্তারিত পড়ুন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন