ইদে মেট্রো পরিষেবা কেমন থাকবে? দেখে নিন সময়সূচি

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সোমবার ৩১ মার্চ ইদ উপলক্ষ্যে কলকাতার মেট্রো পরিষেবায় বদল। কলকাতা মেট্রোর তরফে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে পূর্ণাঙ্গ তালিকা জানিয়ে দেওয়া হয়েছে। সোমবার ব্লু লাইনে ২৬২টি দৈনিক পরিষেবার পরিবর্তে ২৩৬টি ট্রেন চালাবে। ব্লু লাইনে বিশেষ রাতের মেট্রো পরিষেবাগুলি কবি সুভাষ এবং দমদম স্টেশন থেকে যথারীতি রাত ১২.৪০ টায় পাওয়া যাবে। ওই দিন গ্রিন লাইন-২, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে স্বাভাবিক পরিষেবা পাওয়া যাবে।

ব্লু লাইনে কমছে ট্রেন
অন্যান্য স্বাভাবিক দিনে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ চলাচলকারী ব্লু লাইনে মোট ২৬২টি ট্রেন চলাচল করে। কিন্তু ইদের দিন সোমবার সেই মেট্রোর সংখ্যা কমানো হল। ২৬২টির বদলে ওই দিন মোট ২৩৬টি মেট্রো চলাচল করবে। আপ ও ডাউনে মোট ১১৮ জোড়া ট্রেন চালানো হবে বলে খবর। ওই দিন নোয়াপাড়া থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম ট্রেন নির্ধারিত সময়েই ছাড়বে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে। মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রোরও কোনও পরিবর্তন নেই। ওই দিন সকাল ৬টা ৫৫ মিনিটে মেট্রো ছাড়বে।

আরও পড়ুন:- শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে পায়ে এই লক্ষণগুলি দেখা যায়, জেনে নিন

শেষ পরিষেবার ক্ষেত্রেও কোনও বদল হয়নি। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ ট্রেন রাত ৯টা ৩০ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার শেষ ট্রেন পাওয়া যাবে রাত ৯টা ২৮ মিনিটে। কবি সুভাষ থেকে দমদম যাওয়ার শেষ মেট্রো রাত ৯টা ৪০ মিনিটে ছাড়বে। গ্রিন লাইন ১- এ ইদের দিন মোট ৯০ টি ট্রেন চালানো হবে। শিয়ালদহ- সল্টলেক সেক্টর ফাইভ রুটে আপ ও ডাউন লাইনে ৪৫ জোড়া মেট্রো চলবে। সকাল ৬টা ৫৫ মিনিটে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভের উদ্দেশ্যে প্রথম মেট্রো ছাড়বে।

সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহর জন্য সকাল ৭টা পাঁচ মিনিটে মেট্রোর চাকা গড়াবে। ওই দিন রাতে শেষ মেট্রোর সময়ও বদল হচ্ছে না। রাত ৯টা ৩৫ মিনিটে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভের জন্য শেষ ট্রেন ছেড়ে যাবে। একইভাবে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে। ওই দিন ২০ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে বলে খবর।

প্রথম পরিষেবা:-
06:50 টায়। নোয়াপাড়া থেকে কবি সুভাষ (কোন পরিবর্তন নেই)
06:50 টায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত (কোনও পরিবর্তন নেই)
06:55 টায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত (কোনও পরিবর্তন নেই)
06:55 টায় মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত (কোনও পরিবর্তন নেই)

শেষ পরিষেবা:-
21:30 টায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত (কোনও পরিবর্তন নেই)
21:28 টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত (কোনও পরিবর্তন নেই)
21:40 টায়। কবি সুভাষ থেকে দম দম পর্যন্ত (কোনও পরিবর্তন নেই)

গ্রিন লাইন-১
মেট্রো ৯০টি পরিষেবা (৪৫টি UP + ৪৫ DN) সকাল ৬:৫৫ থেকে রাত ৯:৪০ পর্যন্ত ২০ মিনিটের ব্যবধানে চালাবে।

প্রথম পরিষেবা :-
শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর V পর্যন্ত সকাল ৬:৫৫ মিনিটে
সল্টলেক সেক্টর V থেকে শিয়ালদহ পর্যন্ত সকাল ৭:০৫ মিনিটে
সল্টলেক সেক্টর V থেকে শিয়ালদহ পর্যন্ত সকাল ৭:০৫ মিনিটে
সল্টলেক সেক্টর V পর্যন্ত রাত ৯:৩৫ মিনিটে
সল্টলেক সেক্টর V থেকে শিয়ালদহ পর্যন্ত রাত ৯:৪০ মিনিটে

আরও পড়ুন:- কাউন্টার থেকে কেনা ট্রেনের টিকিট অনলাইনেই বাতিল করা যাবে ! জানুন পদ্ধতি

আরও পড়ুন:- ভারতের কোথায় মুসলিম ধর্ম ছাড়ার হিড়িক? কোথায় ইসলামে আস্থা? হাল জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন