Bangla News Dunia, Pallab: সামনেই রয়েছে ইদ (Eid) ও তারপর রামনবমী (Ram Navami)। এই দুই ধর্মীয় উৎসবের সময় সাম্প্রদায়িক অশান্তি ও হিংসা ছড়ানোর ষড়যন্ত্র চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। এমনটা জানিয়েই রাজ্যবাসীকে সতর্কবার্তা দেওয়া হল রাজ্য ও কলকাতা পুলিশের তরফে (West Bengal Police)। কেউ যেন কোনওরকম প্ররোচনায় পা না দেন, তা নিয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।
আরও পড়ুন : এপ্রিল মাসে বদলে যাচ্ছে ব্যাংকের এই নিয়মগুলি, না জানলে পড়তে হতে পারে বিপদে
শনিবার ভবানী ভবনে সাংবাদিক বৈঠক করেন রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম এবং দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতিম সরকার। সেখানে রাজ্যবাসীর উদ্দেশে জাভেদ শামিম জানান বলেন, ‘আগামী ১০ দিন রাজ্যে ইদ, রামনবমী, বাসন্তী পুজো সহ নানা ধর্মীয় উৎসব রয়েছে। তাই আমরা এই ক’দিন সকলকে সতর্ক থাকার বার্তা দিচ্ছি। সকলে সচেতন থাকুন। কোনওরকম প্ররোচনায় কেউ পা দেবেন না। কেউ গণ্ডগোল বাধানোর চেষ্টা করলেই আমাদের জানান। এ বিষয়ে পুলিশ সচেতন রয়েছে। সেই সঙ্গে আমজনতারাও যেন সচেতন থাকেন। সোশ্যাল মিডিয়ায় কোনও গুজব ছড়ানো থেকে বিরত থাকুন।’
রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকারও বলেন, ‘গোপন সূত্রে খবর এসেছে উৎসবের সময়ে রাজ্যে অশান্তির পরিকল্পনা করা হচ্ছে। বিভিন্ন পোস্টার বা প্ল্যাকার্ডের মাধ্যমে উসকানি, প্ররোচনা দেওয়ার পরিকল্পনার কথা জানা গিয়েছে। পুলিশের সমস্ত বিভাগকে সতর্ক করা হয়েছে। গোয়েন্দা বিভাগও প্রস্তুত রয়েছে।’ পুলিশের তরফে এও জানানো হয়েছে, অশান্তি ছড়ানোর অভিযোগে হাওড়ার শ্যামপুর থানায় দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে শনিবারই ভারতীয় ন্যায় সংহিতার ৪টি ধারায় মামলা দায়ের হয়েছে। কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মাও আগামী কয়েকদিন শহরবাসীকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আবেদন জানিয়েছেন।
আরো পড়ুন : কিভাবে ফ্রিতে গুগল সার্টিফাইড কোর্স করবেন? বিস্তারিত জেনে নিন