ইনকাম ও বাসিন্দা সার্টিফিকেট এখন ঘরে বসে ! মোবাইলে বিনামূল্যে নিয়ে ফেলুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : বর্তমান যেহেতু ডিজিটাল যুগ তাই সবকিছুই এখন ডিজিটালাইজ করা হচ্ছে। ব্যাঙ্ক থেকে সরকারি পরিষেবা সবকিছুই এখন হাতের মুঠোয়। কেননা মানুষ আর আগের মতো লাইনে দাড়িয়ে কাজ করতে চাই না এমনকি স্মার্ট ফোন ব্যবহার করে না এমন মানুষেরো অভাব শূন্য। তাই যদি আপনি এখনো পঞ্চায়েত বা বিডিও ইনকাম সার্টিফিকেট বা বাসিন্দা প্রমাণ অনলাইনের মাধ্যমে পেতে চান, তাহলে এই প্রতিবেদন আপনারই জন্য।

আমরা অনেকেই জানি, বর্তমানে রাজ্য সরকারের e-District পোর্টালের মাধ্যমে ঘরে বসেই আয় সার্টিফিকেট (Income Certificate) এবং বাসস্থান সার্টিফিকেট (Residential / Domicile Certificate)-এর জন্য অনলাইনে আবেদন করা যাচ্ছে। এই সার্টিফিকেটগুলি সরকারি স্কলারশিপ, সরকারি চাকরি, বিভিন্ন সাবসিডি এবং বিভিন্ন আর্থিক সুবিধা পাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে।

কী কী সার্টিফিকেট অনলাইনে পাওয়া যায়?

  • Income Certificate (আয় সার্টিফিকেট)
  • Residential / Domicile Certificate (বাসস্থান / স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র)

এই সার্টিফিকেটগুলি সাধারণত BDO বা SDO অফিস থেকে ইস্যু করা হয়ে থাকে এবং ই-ডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যমে অনলাইনে ফিলাপ করে দিলে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি ডিজিটালি সই করা সার্টিফিকেট হাতে পেয়ে যাবেন।

e-District পোর্টালের মাধ্যমে কীভাবে আবেদন করবেন?

ধাপ ১: ওয়েবসাইটে প্রবেশ

প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের e-District পোর্টালে যেতে হবে:
👉 https://edistrict.wb.gov.in

ধাপ ২: রেজিস্ট্রেশন ও লগইন

  • এরপর হোমপেজ থেকে Citizen Registration অপশনে ক্লিক করতে হবে
  • নাম, মোবাইল নম্বর, ঠিকানা, ইমেল দিয়ে ফর্ম পূরণ করতে হবে
  • তারপর একটি Username ও Password তৈরি করে নিতে হবে
  • এরপর Username ও Password দিয়ে লগইন করতে হবে

ধাপ ৩: সার্টিফিকেট নির্বাচন

  1. লগইন করার পর “Certificates” অপশনে ক্লিক করতে হবে
  2. সেখানে থেকে “Income Certificate” বা “Residential Certificate” নির্বাচন করতে হবে

ধাপ ৪: আবেদনপত্র পূরণ করুন

ফর্মে যা পূরণ করতে হবে:

  • আপনার নাম, জন্মতারিখ, মোবাইল নম্বর ইত্যাদি
  • আধার নম্বর (যদি থাকে)
  • বর্তমান ও স্থায়ী ঠিকানা
  • পরিবারের মোট আয় (আয় সার্টিফিকেটের ক্ষেত্রে)
  • পশ্চিমবঙ্গে কত বছর ধরে বসবাস করছেন
  • কোন কারণে এই সার্টিফিকেট প্রয়োজন (বাসস্থান সার্টিফিকেটের ক্ষেত্রে)

ধাপ ৫: ডকুমেন্ট আপলোড করার পদ্ধতি 

আপনার নিচের ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করতে হবে (PDF/JPEG ফরম্যাটে, ৫০০KB-এর মধ্যে):

পরিচয়ের প্রমাণ হিসেবে

  • আধার কার্ড / ভোটার কার্ড / রেশন কার্ড / পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্স

আয়ের প্রমাণ (আয় সার্টিফিকেটের জন্য)

  • স্যালারি সার্টিফিকেট / গ্রাম প্রধান বা পৌরসভার কাউন্সিলরের দেওয়া ইনকাম সার্রিফিকেট / IT রিটার্ন যে কোনো একটি

বাসস্থানের প্রমাণ

  • জমির দলিল / খতিয়ান / ভাড়া রসিদ / রেসিডেন্সিয়াল সার্টিফিকেট (যদি থাকে) যে কোনো একটি

জন্মের প্রমাণ

  • মাধ্যমিক অ্যাডমিট / জন্ম সনদ / প্যান কার্ড ইত্যাদি

ছবি

  • পাসপোর্ট সাইজের রিসেন্ট নিজের ছবি

ধাপ ৬: আবেদন জমা দিন

  • সব তথ্য ও ডকুমেন্ট সঠিকভাবে দিয়ে “Submit” বাটনে ক্লিক করতে হবে
  • একবার জমা দিলে আপনি একটি Acknowledgement Number (AIN) পেয়ে যাবেন
  • এটি দিয়ে ভবিষ্যতে আপনার আবেদন স্ট্যাটাস ট্র্যাক করতে পারেন

কতদিনে সার্টিফিকেট পাওয়া যায়?

  • সাধারণত ৭ থেকে ১০ দিনের মধ্যে সার্টিফিকেট ইস্যু করা হয়ে থাকে
  • এই সার্টিফিকেট ৬ মাস পর্যন্ত বৈধ থাকে

সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করবেন?

  • আবার e-District পোর্টালে যেতে হবে
  • Approved Applications সেকশনে ক্লিক করতে হবে
  • সার্ভিস লিস্ট থেকে Income / Residential Certificate নির্বাচন করতে হবে
  • এরপর আপনার AIN নম্বর দিয়ে সার্চ করতে হবে
  • সার্টিফিকেট PDF আকারে ডাউনলোড করে নিবেন

আবেদন ফি কত?

  • সরকারি ওয়েবসাইট থেকে আবেদন একদম ফ্রি পাবেন
  • তবে সাইবার ক্যাফে বা CSC-র মাধ্যমে করলে ₹৪০-৫০ টাকা নেওয়া হতে পারে যা তাদের উপর নির্ভর করে

অনলাইন আবেদন প্রক্রিয়ার পর যাচাই কীভাবে হয়?

গ্রামীণ এলাকার ক্ষেত্রে:

  • আবেদন প্রথমে BDO অফিসে যায়
  • তারপর Enquiry Officer (EO) বাড়িতে এসে যাচাই করতে পারে
  • EO অনুমোদন দিলে BDO ডিজিটাল সই করা সার্টিফিকেট ইস্যু করে দিবেন

শহরাঞ্চলের ক্ষেত্রে:

  • আবেদন SDO অফিসে যায়
  • এরপর EO তদন্ত করে রিপোর্ট জমা দিবে
  • তারপর SDO ডিজিটালি সই করা সার্টিফিকেট ইস্যু করে দিবেন

যদি সার্টিফিকেট ৭ দিনেও না আসে?

  • ৭ দিনের বেশি সময় হয়ে গেলে আপনার AIN নম্বর সহ BDO / SDO অফিসে যোগাযোগ করতে পারেন

যোগাযোগের নম্বর

  • হেল্পলাইন নম্বর: 18003453011 অথবা 033-22901721 তে কল করে বিস্তারিত জানতে পারেন
  • এছাড়া e-District Helpdesk সাইটেও জেলা ভিত্তিক কনট্যাক্ট নম্বর পেয়ে যাবেন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন