ইন্টারভিউয়ের মাধ্যমে কৃষি দপ্তরে কর্মী নিয়োগ করছে সংস্থা, দ্রুত আবেদন করুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

job

Bangla News Dunia, Pallab : ভারতীয় কৃষি দপ্তর অর্থাৎ ICAR এর তরফ থেকে সম্প্রতি প্রকাশিত হয়েছে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী বলা হয়েছে ন্যূনতম গ্রাজুয়েশন বা যোগ্যতায় অফিস অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে।

আরও পড়ুন : বিদ্যুৎ বিল কমাতে সরকারের নতুন উদ্যোগ! কি সুবিধা হবে ? বিস্তারিত জেনে নিন

নিয়োগকারী সংস্থা : আমরা উল্লেখিত এই প্রতিবেদনে আলোচনা করেছি ICAR এর তরফ থেকে প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তিটির যাবতীয় সমস্ত রকম তথ্য।

পদের নাম (Post Name) :

চাকরি প্রার্থীদের এখানে নিয়োগ করা হচ্ছে কেন্দ্রীয় রাইস রিসার্চ ইনস্টিটিউশন এর একটি প্রজেক্ট এর অধীনে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে।

প্রজেক্ট এর নাম (Project Name) :

Innovation and Agri-Entrepreneurship Programme Under The Rashtriya Krishi Vikas Yojana (RKVY), EAP – 284

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :

এই পদে চাকরিপ্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে গ্রাজুয়েশন পাপ থাকলেই আবেদন করা যাবে। তবে B.Com, MBA বা সমতুল্য ডিগ্রি থাকলে এবং উড়িয়া ভাষায় দক্ষ হলে এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা (Age Limit) :

আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে এখানে 18 থেকে 50 বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবে কিন্তু।

বেতন কাঠামো (Salary Structure) :

এখানে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে 30,000 টাকা বেতন দেওয়া হবে। এর পাশাপাশি সরকারি সুযোগ-সুবিধা গুলি বুঝে নেওয়ার জন্য অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে দেখে নিতে হবে।

মোট শূন্যপদ (Total Vacancy) :

অসংখ্য শূন্য পদে কর্মী নিয়োগ করছে ICAR ।

আবেদন পদ্ধতি (Application Process) :

চাকরিপ্রার্থীদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। বলতে দিলে আবেদন যেন আলাদাভাবে প্রয়োজন নেই, কেননা সরাসরি ইন্টারভিউ এর দিন চাকরি প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বাইরেটার ফরমেট ডাউনলোড করে সেটিকে পূরণ করে নিয়ে তার সঙ্গে প্রয়োজনীয় সমস্ত রকম ডকুমেন্ট সহযোগে উপস্থিত থাকতে হবে উল্লেখিত ঠিকানায়।

নিয়োগ পদ্ধতি (Selection Process) :

এই পদে চুক্তিভিত্তিকভাবে নিয়োগ বিজ্ঞপ্তি করছে ICAR । এখানে কর্মী নিয়োগের আলাদাভাবে কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না, সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমেই নিয়োগ করা হচ্ছে।

ইন্টারভিউ এর ঠিকানা (Interview Venue) :

এই ইন্টারভিউ গ্রহণ প্রক্রিয়াটি হবে ICAR – Central Rice Research Institute, Cuttack (Odisha) – 753006

ইন্টারভিউর তারিখ (Interview Date) :

আগামী 02.05.2025 তারিখে এখানে ইন্টারভিউটি নেওয়া হবে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন