ইন্ডাস্ট্রিতে ঢুকেই কেন পদবী ব্যবহার ছেড়েছিলেন কাজল? জানালেন অভিনেত্রী

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- তিন দশকের বেশি সময় ধরে নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে সকলের মন হয় করে আসছেন কাজল। ১৯৯২ সালে ‘বেখুদি’ ছবির মাধ্যমে কেরিয়ার শুরু করেন। এরপর থেকে, অভিনেত্রী নামের সঙ্গে মুখোপাধ্যায় পদবী ব্যবহার করেন না। অজয় দেবগনকে বিয়ে করার পরেও স্বামীর পদবী ব্যবহার করতে তাঁকে দেখা যায়নি। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলিউড নায়িকা বলেন, “আমি আমার উত্তরাধিকারের ভার নিজের কাঁধে নিতে চাইনি।”

কেন কাজল তাঁর  পদবী ব্যবহার করেন না?

কাজলের মা তনুজা এবং বাবা সোমু মুখোপাধ্যায় শুধু অভিনেত্রী-পরিচালকই নন, তাঁর পরিবারের প্রায় সকলেই তারকা। চলচ্চিত্র পরিবারের মেয়ে কাজল। সম্প্রতি সংবাদমাধ্যমকে কাজল বলেন, “এই সিদ্ধান্ত অনেক চিন্তা ভাবনা করে নেওয়া। আমি যখন ইন্ডাস্ট্রি ঢুকতে চেয়েছিলাম, তখন মা আমায় জিজ্ঞাসা বলেছিলেন যে, আমি আমার পরিবারের উত্তরাধিকার। সেই সময় আমার মনে হয়েছিল, এমনকী এখনও মনে হয় যে, আমার কারও থেকে এই বিষয়ে সুবিধা নেওয়া উচিত না।”

তিনি আরও বলেন, “আমি নিজের কাছে পরিষ্কার থাকতে চেয়েছিলাম এবং উত্তরাধিকারের কোনও বোঝা নিতে চাইনি। তাই আমি ভেবেছিলাম যদি আমি শুধু কাজল নামে পরিচিত হই, তাহলে হয়তো এতটা চাপ থাকবে না।”

নিজের কেরিয়ার প্রসঙ্গে কাজল বলেন, তিনি ইন্ডাস্ট্রিতে সবচেয়ে কম কাজের অভিনেত্রী। নিজেকে অলস বলে অভিহিত করে কাজল বলেন, “গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি সবচেয়ে কম কাজ করা অভিনেত্রী। সম্প্রতি যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছেন, তাঁরা নিশ্চয় আমার থেকে বেশি কাজ করেছেন। আমি মনে করি আমার ফিল্মগ্রাফি মাত্র ৫০-৫৫টি ছবির।”

অভিনেত্রী আরও বলেন, “আমি অলস হওয়া বেছে নিয়েছি। আমি ধীর গতির জীবনযাপন বেছে নিয়েছি। কাজ করার পাশাপাশি আমার জীবনকে উপভোগ করা বেছে নিয়েছি। আমি মনে করি কাজ আমার জীবনের একটি অংশ হওয়া উচিত এবং জীবন থেকে দূরে যাওয়া উচিত না। প্রতিটি উপায়ে আমি জীবনে একটি ভারসাম্য বজায় রেখেছি। আমার কফি ভাল লাগে, একটা আরামদায়ক সকাল ভাল লাগে। আমি আমার জীবন পছন্দ করি।”

আরও পড়ুন:- মাথার সামনের চুল গজানোর ঘরোয়া উপায় জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন