ইন্ডিগোর 944 কোটির জরিমানা, কী পদক্ষেপ নিলো সংস্থাটি ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

indigo

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কর ফাঁকি দিয়েছে দেশের বৃহত্তম বাণিজ্যিক বিমান সংস্থা ! আর তাই ইন্ডিগো এয়ারলাইন্সের উপর 944 কোটি টাকার জরিমানা ধার্য করল আয়কর বিভাগ ৷ জানা গিয়েছে, সম্প্রতি সংস্থার পেরেন্ট কম্পানি ‘ইন্টারগ্লোভ এভিয়েশন’-কে এই মর্মে নোটিশ পাঠিয়েছে আয়কর বিভাগ ৷ যদিও সংস্থার দাবি, বিষয়টি সম্পূর্ণ ভুল ও অযৌক্তিক ৷ এর বিরুদ্ধে আদালতে আবেদন করা হবে বলেও জানিয়েছে ইন্ডিগো ৷

সংস্থা আরও জানিয়েছে, 2021-2022 অর্থবর্ষের মূল্যায়নের উপর ভিত্তি করে এই জরিমানা ধার্য করা হয়েছে ৷ সংস্থার তরফে একটি নির্দেশিকায় বলা হয়েছে, “সম্পূর্ণ ভুল ও অযৌক্তিক মূল্যায়নের উপর ভিত্তি করে আয়কর আইনের 143(3) ধারার অধীনে সংস্থার উপর জরিমানা ধার্য করা হয়েছে ৷ নির্দেশের বিরুদ্ধে আয়কর বিভাগের কমিশনারের কাছে অভিযোগ দায়ের করা হলেও, তা খারিজ হয়ে গিয়েছে ৷ আয়কর বিভাগে বিষয়টি এখনও বিচারাধীন ৷”

আরও পড়ুন:- এপ্রিল ফুল! কেন ১ এপ্রিল মানুষকে বোকা বানানো হয় ? জেনে নিন দারুন ইন্টারেষ্টিং কাহিনী

সংস্থার দাবি, সম্পূর্ণ ভুলভাবে তাদের উপর বিপুল অঙ্কের জরিমানা ধার্য করেছে আয়কর বিভাগ ৷ কোনও আইন না-মেনেই জরিমানা ধার্য করা হয়েছে বলে আইনি পদক্ষেপ করা হবে ৷ তবে এই নির্দেশের কোনও প্রভাব সংস্থার আয় থেকে শুরু করে পরিষেবা ও অন্য কার্যকলাপের উপর প্রভাব পড়েনি বলে জানিয়েছে উড়ান সংস্থা ৷

আয়কর আইনের 143(3) ধারার অধীনে প্রতি অর্থবর্ষে একটি বিস্তারিত মূল্যায়ন করা হয়৷ এই মূল্যায়নটি ‘স্ক্রুটিনি মূল্যায়ন’ নামেও পরিচিত ৷ এই মূল্যায়নের অধীনে আয়কর রিটার্নে করদাতাদের বিভিন্ন দাবি, করের উপর ছাড় প্রভৃতি বিষয়ের সত্যতা নিশ্চিত করার জন্য ভালোভাবে যাচাই করা হয় ৷ উল্লেখ্য, অতীতেও দেশের বৃহত্তম বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগোর বিরুদ্ধে একাধিকবার কর না দেওয়া সংক্রান্ত অভিযোগ উঠেছে ৷ যদিও বিশেষজ্ঞ মহলের দাবি, শিল্প-বাণিজ্যের ক্ষেত্রে এই অভিযোগ নতুন কোনও বিষয় নয় ৷ সংস্থাগুলি প্রায়ই এই ধরনের মূল্যায়নের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করে থাকে ৷

আরও পড়ুন:- শিশুদের জন্য নতুন স্কিম আনল মোদী সরকার। জেনে নিন সুবিধা, যোগ্যতা ও আবেদন পদ্ধতি

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন