Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ‘সুপার সিঙ্গার’-এর মঞ্চে হয়েছিলেন দ্বিতীয়। ‘ইন্ডিয়ান আইডল সিজন 15’-তে সেরার শিরোপা জিতে নিলেন বাংলার মেয়ে মানসী ঘোষ। যদিও দ্বিতীয় স্থানেও সেই বাংলারই জয়। তিনি হলেন খড়গপুরের ছেলে শুভজিৎ চক্রবর্তী। তৃতীয় স্থানে স্নেহা শঙ্কর। উল্লেখ্য, গত সপ্তাহেই হয়ে যাওয়ার কথা ছিল ইন্ডিয়া আইডলের গ্র্যান্ড ফিনালে। কিন্তু পরে তা পিছিয়ে যায়। অবশেষে প্রতীক্ষার অবসান। বাংলার মান রাখলেন মানসী এবং শুভজিৎ।
এবারের ‘ইন্ডিয়ান আইডল সিজন 15’র টপ 6 ফাইনালিস্টদের মধ্যে 3 জনই ছিলেন বাঙালি। মানসী ঘোষ, শুভজিৎ চক্রবর্তী, প্রিয়াংশু দত্ত। দিন দুই আগেই, এই তিনজনের শহরে ফেরার খবর মিলেছিল। মানসী ঘোষ প্লেনের ভিতরে তোলা একটি ছবিও পোস্ট করেছিলেন নিজেদের। ছবিতে দেখা যায় মানসী এবং শুভজিৎ চক্রবর্তী পাশাপাশি বসে। আর তাঁদের পাশে দাঁড়িয়ে ভিক্টরি সাইন দেখাচ্ছেন প্রিয়াংশু দত্ত।
সেরার শিরোপা জিতে মানসী বলেন, “আমি এখনও বুঝে উঠতে পারছি না যে আমি সত্যিই উইনার! আমার বাবা, মা, গুরু, দর্শক, বিচারক সবার কাছে আমি কৃতজ্ঞ।” প্রসঙ্গত, সেরা 6-এ উঠেছিলেন শুভজিৎ চক্রবর্তী, মানসী ঘোষ, চৈতন্য দেবাদে, অনিরুদ্ধ সুসওয়ারাম, স্নেহা শঙ্কর এবং প্রিয়াংশু দত্ত। বেলঘরিয়ার নিমতা পাইকপাড়ার মেয়ে মানসী সুপার সিঙ্গারের মঞ্চে দর্শকের মন জয় করেন। দ্বিতীয় স্থান অর্জন করেন মহস্বলের মেয়ে মানসী।
আরও পড়ুন:- নকল ওষুধ রুখতে বড়সড় পদক্ষেপ রাজ্যের। জানতে বিস্তারিত পড়ুন
অন্য দিকে খড়গপুরের ছেলে শুভজিতের নিম্ন মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা। বাবা গান করেন, বাবার কাছেই প্রাথমিকভাবে গান শেখেন শুভজিৎ। করোনা চলাকালীন পরিবার চালাতে একটা পানের দোকানও খুলেছিলেন তাঁর বাবা। এমনকী, ইন্ডিয়ান আইডলেও সবাইকে পান খাইয়ে চমকে দিয়েছেন তিনি। আর তাই সবাই তাঁকে ডাকতেন ‘পানওয়ালা’ বলে। মেঠো সুর আর বলিউডের মেলবন্ধন অনায়াসে ঘটাতে পারেন তিনি। আর তাই ‘মোস্ট ভার্সাটাইল’-এর খেতাব পেয়েছেন শ্রেয়া ঘোষালের থেকে।
আরও পড়ুন:- মাছ-মাংসের মতো প্রোটিন আছে এই ৪ খাবারে, বিস্তারিত জেনে নিন