Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- ইন্দিরা একাদশী পড়েছে আগামীকাল অর্থাৎ ১০ অক্টোবর। জ্যোতিষ মতে ইন্দিরা একাদশীতে ভগবান বিষ্ণুর আরাধনা করলে শুধু পিতৃপুরুষদের আত্মা শান্তি পায় না, ঘরে সুখও আসে। এদিন সকালে স্নান করে উপবাসের সংকল্প নিয়ে বিষ্ণুর পুজো করলে সব সমস্যার সমাধান হয়। ইন্দিরা একাদশীর দিন পাঁচটি বিশেষ প্রতিকারও অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয় —
আরো পড়ুন :- আপনি কি জীবনে নানাবিধ সমস্যায় জর্জরিত ? তাহলে পালন করুন কিছু সহজ টোটকা
শালিগ্রাম পুজো : যাদের কুণ্ডলীতে পিতৃদোষের সমস্যা রয়েছে তাদের ইন্দিরা একাদশীতে ভগবান শালিগ্রামের পুজো করা উচিত।
তুলসীর কাছে ঘি এর প্রদীপ : ইন্দিরা একাদশীর দিন উঠানে তুলসী গাছের কাছে ঘি এর প্রদীপ জ্বালান। এই কাজটি করার সময়, ওম বাসুদেবায় নমঃ মন্ত্রটি জপ করুন।
দান : আপনি যদি আর্থিক সঙ্কটের সম্মুখীন হন তবে এই দিনে ভগবান বিষ্ণুকে হলুদ ফল, হলুদ মিষ্টি এবং হলুদ ফুল অর্পণ করুন। অতঃপর গরিবদের মধ্যে এই জিনিসগুলো বণ্টন করুন। আর্থিক ক্ষেত্রে আপনার পরিস্থিতি শীঘ্রই উন্নত হবে।
অশ্বত্থ গাছের কাছে প্রদীপ জ্বালান : ইন্দিরা একাদশীতে, অশ্বত্থ গাছের কাছে সরিষার তেলের প্রদীপ জ্বালান এবং আপনার পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করুন।
বিষ্ণু সহস্ত্রনাম পাঠ : ইন্দিরা একাদশীতে বাড়িতে বিষ্ণু সহস্ত্রনাম পাঠ করুন। ভজন ও কীর্তন করেও আপনি শ্রী হরির আশীর্বাদ পেতে পারেন। এই দিনে দরিদ্র ব্রাহ্মণ এবং অভাবীকে খাবার খাওয়ানো খুব শুভ বলে মনে করা হয়।
আরো পড়ুন :- বছরের শেষ সূর্যগ্রহণে তৈরি হবে অশুভ যোগ ! সমস্যায় পড়বে এই ৫টি রাশি
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)