ইন্দিরা গান্ধীর হত্যাকারীর ভাগ্নের ২২ বছরের সাজা ঘোষণা করল নিউজিল্যান্ড আদালত, কী কারণ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যাকারী সতবন্ত সিং-এর ভাগ্নেকে সাজা ঘোষণা করল নিউজিল্যান্ড আদালত। সম্প্রতি, একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে, নিউজিল্যান্ড আদালত ৩২ বছর বয়সী বালতেজ সিংকে ২২ বছরের কারাদণ্ডের সাজা দিয়েছে। ৭০০ কেজি ড্রাগ রাখার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। সূত্রের খবর, গত ২১ ফেব্রুয়ারি অকল্যান্ড হাইকোর্ট এই সাজা শুনিয়েছে। বালতেজের আইনজীবীরা তাঁর নাম গোপন রাখার জন্য আদালতের অনুমতিও নিয়েছেন, তবে এর পিছনের কারণ এখনও স্পষ্ট নয়।

পঞ্জাবে তাঁর পরিবারের সদস্যরা বিষয়টিকে ‘ভুয়ো খবর’ বলে দাবি করেন। বালতেজের পরিচয় গোপন করা হলেও তিনি দোষী বলে নিশ্চিত করা হয়েছে। অকল্যান্ড পুলিশ তাকে ২০২৩ সালে মানুকাউতে একটি ছোট গোডাউনে অভিযান চালিয়ে গ্রেফতার করে। অভিযানে পুলিশ ‘বিয়ার ক্যান’-র মধ্যে মেথামফেটামিন উদ্ধার করে।

আরও পড়ুন:- ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষা দেবেন? প্রস্তুতি শুরু করার আগে জেনে নিন এই টিপসগুলি। পরীক্ষা দিয়ে আপনিও পাবেন স্বপ্নের কলেজ

এক ব্যক্তির মৃত্যুর পর তল্লাশি চালানো হয়
তল্লাশিতে ২১ বছর বয়সী আইডেল সাগালার মৃত্যুর পরে তার শরীরে, বিয়ারের সঙ্গে মেশানো মেথ ড্রাগ মেশানো হয়েছিল বলে অভিযোগ করে। এই হত্যা মামলায় হিমতজিৎ “জিমি” সিংকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়। তিনি আদালতে দাবি করেন, ব্যবসায়ী বন্ধুর দ্বারা প্রতারিত হন। পরে জানা যায়, তিনি আসলে বালতেজ। যিনি মেথ  ড্রাগ আমদানির সঙ্গে জড়িত।

যদিও বালতেজ আইডেল সাগলার মৃত্যুর সঙ্গে সম্পর্কিত অভিযোগে অভিযুক্ত নন। তবুও তাকে মেথ সরবরাহের মাস্টারমাইন্ড হিসাবে বিবেচনা করা হয়। আদালত তাকে ২২ বছরের সাজা দিয়েছে। এই সময়ে তিনি কমপক্ষে দশ বছরের সাজা ভোগ না করা পর্যন্ত প্যারোলে মুক্তি পাবেন না। বালতেজ শেষবার ২০১৯ সালের ডিসেম্বরে ভারতে এসেছিলেন। প্রায় আড়াই মাস ছিলেন।

সারওয়ান সিং ১৯৮০ সালে নিউজিল্যান্ডে ছিলেন
বালতেজের বাবা সারওয়ান সিং আগওয়ান, ভাই সতবন্ত সিং। তার পরিবার ১৯৮০-র দশকে নিউজিল্যান্ডে থাকতে শুরু করে। অকল্যান্ডে একটি ছোট মুদি দোকান খোলে। বালতেজ প্রায়ই স্থানীয় গুরুদ্বারগুলিতে প্রশংসিত হন কারণ তিনি ছিলেন সতবন্ত সিং-এর ভাগ্নে।

আরও পড়ুন:- ফ্যাক্ট চেক: জুলাই-অগস্টে বাংলাদেশে কোনও সাম্প্রদায়িক হিংসা বা হত্যা হয়নি বলে জানিয়েছেন রাষ্ট্রপুঞ্জ?

আরও পড়ুন:- পৃথিবীতে কত মানুষ বাংলায় কথা বলেন? ভাষা দিবসে আশ্চর্যজনক তথ্য

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন