ইমেইলে প্যান কার্ড ২.০ ডাউনলোড করলেই সর্বনাশ ! ফাঁকা হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : বর্তমান দিনে দাঁড়িয়ে যতই ডিজিটালি সচেতন হন না কেন, প্রতারকরা ঠিকই প্রতারণা করে বেড়াচ্ছে। আর এবার তাদের নতুন হাতিয়ার প্যান কার্ড ২.০ স্ক্যাম (Pan Card 2.0 Scam)। হ্যাঁ, সতর্ক না থাকলে এক ক্লিকেই আপনি আপনার সর্বস্ব হারাতে পারেন। ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে আধার নম্বর, এমনকি নিজের পরিচয়ও। তাই জাতীয় সাইবার নিরাপত্তা বিভাগ একটি সতর্কবার্তা জারি করেছে।

আরও পড়ুন : ‘ভোটার তালিকা থেকে যেন কারও নাম বাদ না যায়’, বিএলও’দের নির্দেশ মুখ্যমন্ত্রীর

কী এই প্যান কার্ড ২.০ স্ক্যাম?

আসলে প্রতারকরা অত্যন্ত কৌশল করে ভয়ংকর ফাঁদে ফেলার চেষ্টা করছে সাধারণ মানুষদের। এরা আপনাকে আয়কর দপ্তরের নাম করে একটি ভুয়ো ইমেইল পাঠাবে। আর সেখানে একটি লিংক থাকবে। বলা হবে যে, আপনার পুরনো প্যান কার্ড এখন বাতিলের মুখে। তার জন্য প্যান কার্ড ২.০ সংস্করণ ডাউনলোড করতে হবে। আর আপনি যদি আতঙ্কে পড়ে সেই লিংকে ক্লিক করেন, তাহলে শুরু হয়ে যাবে আপনার সর্বনাশ। 

কীভাবে চলছে এই প্রতারণা?

প্রথমত, gov.in বা nic.in-র নকল আইডি থেকে ইমেইল পাঠানো হচ্ছে। এবার বলা হচ্ছে যে, আধার-প্যান কার্ড লিঙ্ক করতে হবে। নাহলে প্যান কার্ড বাতিল হয়ে যাবে। আর সাথে একটি ওয়েবসাইটের লিংক দেওয়া হচ্ছে। সেখানে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, আধার কার্ড, ওটিপি, কার্ড নম্বর, সবকিছুই চাওয়া হচ্ছে। আর সেখানে ক্লিক করলেই একটি ম্যালওয়্যার সফটওয়্যার ইন্সটল হয়ে যাচ্ছে, যা আপনার ফোন বা ল্যাপটপের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেবে।

আরে এই স্ক্যাম এতটাই ধোঁকাবাজিতে করা হচ্ছে যে, অনেকে বুঝতেই পারছেন না যে, কোনটি আসল, আর কোনটি নকল। কারণ ভুয়ো ওয়েবসাইটের ইউজার এন্টারফেস তৈরি করা হচ্ছে এমন ভাবে, যাতে তা দেখতে পুরো সরকারি পোর্টালের মতোই মনে হয়। এমনকি ব্যবহার করা হচ্ছে আয়কর দপ্তরের লোগো, রং, টাইপফেস সবকিছুই।

আরও পড়ুন : পশ্চিমবঙ্গ ভোটার তালিকা সংশোধন, দেখে নিন সকলের প্রয়োজনীয় গুরুত্বপুর্ন প্রশ্ন-উত্তর

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন