Bangla News Dunia, Pallab : ইরানের (Iran) থেকে পেট্রোল এবং পেট্রোলিয়ামজাত পণ্য কেনার ‘অপরাধে’ ৬টি ভারতীয় সংস্থার (Indian Company) উপর নিষেধাজ্ঞা জারি করল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
আরও পড়ুন : পেনশন না থাকলেও দুশ্চিন্তা নেই, LIC-এর এই ৪ স্কিম নিশ্চিত করবে অবসর জীবন
মার্কিন (US) স্টেট ডিপার্টমেন্টর তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরান তার তেল রপ্তানির আয়ে মধ্যপ্রাচ্যে অশান্তি ছড়ানোর কাজ চালিয়ে যাচ্ছে। সেকারণে আমেরিকা নিষেধাজ্ঞা-নীতি কঠোর করছে। আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে যারা ইরানের সঙ্গে ব্যবসা করছে, আমরা তাদের ছাড় দেব না।’ বিবৃতিতে আরও জানানো হয়েছে, ‘ইরানের শাসকগোষ্ঠী মধ্যপ্রাচ্যে সংঘাতে ইন্ধন জোগাচ্ছে, আমেরিকা যে ব্যবস্থা নিচ্ছে তার প্রধান উদ্দেশ্য ইরানের আর্থিক শক্তি কমানো।’
আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেহরানের সঙ্গে লেনদেন করায় বিশ্বজুড়ে মোট ২০টি সংস্থার উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে ট্রাম্প প্রশাসন। ওই সংস্থাগুলিকে ‘স্যাংশনড এনটিটিজ’-এর তালিকাভুক্ত করা হয়েছে। হোয়াইট হাউসের তরফে বিবৃতিতে বলা হয়েছে, ভারতের ৬টি সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট স্পষ্ট জানিয়েছে, ‘আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে যারা তেহরানের সঙ্গে ব্যবসা করছে, তাদের কোনও ছাড় দেওয়া হবে না।’
প্রসঙ্গত, বুধবারই ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ১ অগাস্ট থেকে নতুন হারে শুল্ক কার্যকর হবে। একদিকে পুরোনো বন্ধু রাশিয়া, জ্বালানি সাপ্লায়ার ইরান, অন্যদিকে কৌশলগত বন্ধু আমেরিকা – ভারত এখন কীভাবে পরিস্থিতি সামাল দেয়, সেদিকে নজর সকলের।