ইলন মাস্কের কোম্পানিতে চাকরি করবেন? এই পদগুলিতে নিয়োগ করছে টেসলা, রইল Link

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতে নিয়োগ প্রক্রিয়া শুরু করল টেসলা। মনে করা হচ্ছে, শীঘ্রই ভারতের বাজারে টেসলা গাড়ি বিক্রি শুরু করতে পারে। আর সেই কারণেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ শুরু হল। লিঙ্কডইনে ইতিমধ্যেই এক চাকরির বিজ্ঞপ্তি দিয়েছে ইলন মাস্কের সংস্থা। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ইলন মাস্কের বৈঠক হয়। তার ঠিক পরপরই এই নিয়োগের খবর বেশ তাৎপর্যপূর্ণ। সাক্ষাতের পরই এই নিয়োগের খবর এল।

আরও পড়ুন:- মহিলাদের জন্য সেরা 5 অনলাইন কোর্স। বাড়ি বসে শিখে প্রতিমাসে হাজার হাজার টাকা রোজগার করুন

মুম্বই ও দিল্লিতে 

ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, টেসলা ভারতে ১৩টি পদে নিয়োগ করবে। তাতে কাস্টমার সার্ভিস থেকে শুরু করে ব্যাকএন্ড-এর কাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে। মুম্বই ও দিল্লির জন্য সার্ভিস টেকনিশিয়ান ও পরামর্শদাতা পদে নিয়োগ চলছে। এছাড়া, মুম্বইয়ে কাস্টমার এনগেজমেন্ট ম্যানেজার ও ডেলিভারি অপারেশন স্পেশালিস্ট পদের জন্যও আবেদন চাওয়া হয়েছে।

আপনি যদি ডেইলিহান্টে এই প্রতিবেদন দেখে থাকেন তবে সমস্ত প্রকারের প্রয়োজনীয় লিঙ্ক আপনি Banglanewsdunia.com ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন।

Tesla-র ভারতে চাকরির আবেদনের লিঙ্ক(লিঙ্কডইন-এর): CLICK HERE

ভারতে নিয়োগ শুরু করল টেসলা

শুল্ক কমাতেই ভারতে আসার আগ্রহ টেসলার

এর আগেও ভারতীয় বাজারে প্রবেশের ইচ্ছা প্রকাশ করেছিল টেসলা। তবে চড়া আমদানি শুল্কের কারণে সেই সময় আর সংস্থা এগোয়নি। সম্প্রতি ভারত সরকার বিলাসবহুল ইলেকট্রিক গাড়ির ওপর কাস্টমস ডিউটি ১১০% থেকে কমিয়ে ৭০% করেছে। ফলে টেসলার মতো সংস্থার জন্য ভারতের বাজারে প্রবেশ করা আরও সহজ হবে।

ভারতে ইভি বাজার এখনও খুবই ছোট। গত বছর ভারতে ১ লক্ষ ইলেকট্রিক গাড়ি বিক্রি হয়েছে। সেই তুলনায় চিনে এই একই সময়ে ১.১ কোটি ইভি বিক্রি হয়েছে। তবে ধীরে ধীরে ভারতে ব্যাটারিচালিত বিলাসবহুল সিডান বা SUV-র চাহিদা বাড়ছে।

পরিবেশের কথা মাথায় রেখে ভারত সরকারও ইভি ব্যবহারের ওপর জোর দিচ্ছে।

মোদী-মাস্ক বৈঠক 

প্রধানমন্ত্রী মোদী ও ইলন মাস্কের ঠিক পর পরই টেসলার এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। ওয়াশিংটনের সেই বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ছিলেন। ট্রাম্প জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদী মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে ও সামরিক সরঞ্জাম কেনার বিষয়ে আলোচনায় রাজি হয়েছেন।

 

আরও পড়ুন:- আঙুর শুধু জলে ধুলেই হয় না, ৩ উপায়ে পরিষ্কার না করলে মারণ রোগের বাসা বাঁধবে

আরও পড়ুন:- রেখা গুপ্তা কে? কেন তাঁকে দিল্লির মুখ্যমন্ত্রী করল BJP?

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন