ইসরায়েলের বিরোধিতা করতে গিয়ে নিজের দেশেই দাম দিতে হলো পাকিস্তানের !

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia ,  অজয় দাস :- আগেই বলেছি আন্তর্জাতিক মিডিয়া না চাইলেও পাকিস্তান ও পাকিস্তানিরা এমন কিছু কাজ করে যে মিডিয়া বাধ্য হয়ে তাদের খবরে জাগা দেয়। এবার ও এমনটাই ঘটেছে। ইসরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে যুদ্ধে প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়েছে তুর্কি ও পাকিস্তান। এমনকি পাকিস্তানের সংসদে ইসরায়েল ও প্যালেস্টাইনের যুদ্ধ নিয়ে আলোচনার জন্য বিশেষ অধিবেশন ও ডাকা হয়। যেখানে পাকিস্তানী এক সাংসদ বলেন যে পাকিস্তান কি পরমাণু বোমা গুলি জাদুঘরে সাজিয়ে রাখার জন্য তৈরী করেছে। এই পরমাণু বোমা দিয়ে ইসরায়েল ও ভারতের উপর হামলা করা হোক।

আরো পড়ুন :- ব্রেকিং নিউজ : চীনের করোনা রোধী ভ্যাকসিন ফেল ! চীনা পণ্যের মতোই চীনা ভ্যাকসিন ফেল

এই রকম বিভিন্ন উল্টো পাল্টা কাজ পাকিস্তানিরা করে থাকে। কিন্তু এবার যা ঘটলো তা সত্যই অবাক করে দেওয়ার মতোন। মূলত পাকিস্তানের এক ইসলামিক রাজনৈতিক পার্টি প্যালেস্টাইনের সমর্থনে ও ইসরায়েলের বিরোধিতায় দক্ষিণ – পশ্চিম পাকিস্তানের চমন প্রদেশে একটি মিছিল আয়োজন করে। যাতে ওই রাজনৈতিক দলের সদস্যরা অংশ গ্রহণ করেছিলেন।

property banner

কিন্তু এখানেই শেষ নয়। যখন ওই মিছিল শেষ হয়। তখনই ওখানে একটি বোমা বিস্ফোরণে ৭ জনের মৃত্যু হয় ও ২০ জন গুরুতর আহত হয়েছে। সামান্য একটুর জন্য ওই রাজনৈতিক দলের প্রধান প্রাণে বেঁচেছে। কিন্তু এখন প্রশ্ন হলো ইসরায়েলের সাথে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই। ইসরায়েলি নাগরিকরা পাকিস্তানে আসতে পারবে না এমনকি পাকিস্তানী নাগরিকরা ইসরায়েলে যেতে পারবেনা। তা হলে পাকিস্তানে প্যালেস্টাইনের সমর্থনে এই মিছিলের উপর কে বা করা হামলা করলো বা কেনই বা হামলা করলো।

আরো পড়ুন :আমাদের চোখ রাঙালে গুড়িয়ে দেব ! মুসলিম বিশ্বকে হুশিয়ারি ইসরায়েলের

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।

আরো পড়ুন :- ভারত আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের সাথ না দিয়ে প্যালেস্টাইনের সাথ দেবার পিছনের কারণ কি ? জানুন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন