Bangla News Dunia, Pallab : প্রয়াত পোপ ফ্রান্সিস (Pope Francis)। সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। এক ভিডিওবার্তায় ভ্যাটিকানের তরফে ঘোষণা করা হয়েছে, নিজের বাসভবন ক্যাসা সান্তা মার্টায় প্রয়াত হয়েছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
আরও পড়ুন : গরমে ভুল স্নান মানেই বিপদ! এই নিয়ম না জানলে হতে পারে বড় ক্ষতি
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন পোপ ফ্রান্সিস। নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি। এদিন সকালে ভ্যাটিকানের ওই বার্তায় বলা হয়, ‘গভীর দুঃখের সঙ্গে আমাকে আমাদের পবিত্র ফাদার ফ্রান্সিসের মৃত্যুর কথা ঘোষণা করতে হচ্ছে।’ সোমবার সকাল ৭টা ৩৫ মিনিটে (স্থানীয় সময় অনুসারে) নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পোপ।
আরও পড়ুন : প্রতিমাসে পাবেন নিশ্চিত 5000 টাকা। কেন্দ্রের এই বিশেষ প্রকল্প সম্পর্কে অনেকেই জানেন না।