ইস্ট–ওয়েস্ট মেট্রোর সূচনা, ছবি পোস্ট করে কৃতিত্ব দাবি তৃণমূল-সিপিএমের

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে সূচনা হল কলকাতার ইস্ট–ওয়েস্ট মেট্রো পরিষেবার। হাওড়া থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রোর উদ্বোধন নিয়ে সরগরম রাজ্যের রাজনৈতিক মহল। এই প্রকল্পের কৃতিত্ব যেমন দাবি করেছে তৃণমূল, তেমনই দাবি করেছে সিপিএমও।

এই প্রসঙ্গে সিপিএমের দাবি, ইস্ট–ওয়েস্ট মেট্রো আসলে বামফ্রন্ট সরকারের পরিকল্পনারই ফল। প্রকল্পের ধারণা, প্রাথমিক অর্থনৈতিক রূপরেখা এবং জেবিআইসি-র আর্থিক সহায়তার প্রস্তাব সবই তাঁদের উদ্যোগে হয়েছিল। তাঁদের বক্তব্য, ২০০৯ সালের ২২ ফেব্রুয়ারি তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের হাত ধরে এই প্রকল্পের শিলান্যাস হয়। সে সময় উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়, পরিবহণমন্ত্রী সুভাষ চক্রবর্তী, সাংসদ মহম্মদ সেলিম-সহ একাধিক নেতা।

অন্যদিকে তৃণমূলের দাবি, রেলমন্ত্রী থাকাকালীন কলকাতার জন্য ইস্ট–ওয়েস্ট মেট্রোর পরিকল্পনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনিই জোকা, গড়িয়া, এয়ারপোর্ট, সেক্টর ফাইভ, বিভিন্ন প্রান্তকে জুড়ে একাধিক করিডরের সূচনা করেছিলেন। মুখ্যমন্ত্রী দাবি করেছেন, এই প্রকল্পের জন্য জমি দেওয়া, রাস্তা তৈরি, উচ্ছেদ হওয়া পরিবারদের পুনর্বাসন সহ যাবতীয় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে রাজ্য সরকার।

এক্ষেত্রে বিজেপির দাবি, ইস্ট–ওয়েস্ট মেট্রোর যদি কেন্দ্রীয় অর্থ সাহায্য না থাকত তবে এই প্রকল্প দিনের আলো দেখত না। ইউপিএ জমানায় প্রকল্পের কাজ ২৫ শতাংশও হয়নি, বিজেপির আমলেই এই প্রকল্পের কাজের সিংহভাগ কাজ সম্পন্ন হয়েছে।

ইস্ট–ওয়েস্ট মেট্রো একদিনে হয়নি। ইউপিএর আমলে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ শুরু হলেও কাজ সম্পন্ন হল এনডিএর আমলে। এই প্রকল্পের কাজে তৎকালীন বাম সরকারের যেমন অবদান আছে, তেমনই তৃণমূল সরকারেরও অবদান রয়েছে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন