উচ্চমাধ্যমিকের পর কোন কেরিয়ার বেছে নেবেন? কোন পেশায় উন্নতির সুযোগ বেশি? জানতে বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- উচ্চমাধ্যমিকের পর কোন কেরিয়ার বেছে নেবেন (Career Advice) তাই নিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিস্তর আলোচনা (Career After H.S). অনেকেই বুঝে উঠতে পারেন না কোন ফিল্ডে একাধিক সুযোগ রয়েছে, পাশাপশি উন্নতি হওয়া সম্ভব। সায়েন্স নিয়ে পড়াশোনা করা ছাত্র-ছাত্রীরা ডাক্তারি কিংবা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যান। কমার্স এর ক্ষেত্রেও কিছু নির্দিষ্ট ফিল্ড আছে। কিন্তু আর্টস নিয়ে পড়লে কোন দিকে যাবেন? তাই ভাবনা থাকে স্টুডেন্টদের। কিন্তু জানেন কি, যারা আর্টস নিয়ে পড়েছেন তাঁদের জন্যও একগুচ্ছ ভালো কেরিয়ার চয়েস রয়েছে। উচ্চমাধ্যমিকের পর কেরিয়ার চয়েস সম্পর্কে জেনে নিন।

Career Advice For Arts Students

অনেক ছাত্র-ছাত্রীদের বাড়ি থেকেই বলা হয় যে, আর্টস নিয়ে পড়লে কোন ভবিষ্যৎ নেই। তা কিন্তু বাস্তব নয়। আর্টস নিয়ে পড়লেও এমন অনেক ভালো কেরিয়ারের সুযোগ পাওয়া যাবে যেখানে ভালোভাবে কাজ করতে পারলে ভবিষ্যতে উন্নতি আপনার কেউ আটকাতে পারবে না। তাহলে দেখে নিন আর্টস নিয়ে পড়লে কি কি উন্নত কেরিয়ারের সুযোগ রয়েছে। এমনই বেশকিছু পেশার হদিস দেওয়া রইল।

আরও পড়ুন:- আধার কার্ড হারিয়ে গেলে কি করতে হবে? নতুন আধার কার্ড কিভাবে পাবেন? জেনে নিন

১) সাংবাদিকতা

আপনি যদি আর্টস নিয়ে পড়ে থাকেন, আপনার যদি সাংবাদিকতায় আগ্রহ থাকে তাহলে এই ফিল্ড হতে পারে আপনার জন্য দারুন। আপনি কাজ করতে পারেন খবরের কাগজে, টিভিতে, ওয়েব পোর্টালে। খবর বলতেও পারেন খবর লিখতেও পারবেন। তবে তার জন্য আলাদা আলাদা দক্ষতা থাকা জরুরী। এই ফিল্ডে ভালো করে কাজ করতে পারলে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে।

২) ফ্যাশন ডিজাইনিং

আপনার যদি ফ্যাশনের প্রতি আগ্রহ থাকে আর আপনি যদি ডিজাইনিং পেরে থাকেন তাহলে এই পেশা আপনার জন্য দুর্দান্ত হয়ে উঠতে পারে। যারা ফ্যাশন ডিজাইনিং ফিল্ডে কাজ করেন তাদের মাসিক আয় যথেষ্ট ভালো হয়। আপনি বাইরের রাজ্যে গিয়েও কাজ করে মোটা টাকা ইনকাম করতে পারবেন।

৩) গ্রাফিক্স ডিজাইনিং

বর্তমানে গ্রাফিক্স ডিজাইনিং ফিল্ডেও উন্নত কেরিয়ার গঠনের সম্ভাবনা রয়েছে। একাধিক কোম্পানি এই ফিল্ডে প্রার্থী নিয়োগ করে থাকে।
মোটা আয়ের চাকরি রয়েছে এই ফিল্ডে। আবার ফ্রিল্যান্সিং করেও ভালো ইনকাম করা সম্ভব। ‌তাই আপনি যদি গ্রাফিক্স ডিজাইনিং করতে চান তাহলে উচ্চ মাধ্যমিকের পর এই পথে আসতেই পারেন।

৪) আইনের পেশা

উচ্চমাধ্যমিকে আর্টস নিয়ে পড়লে তারপর ল নিয়ে পড়তে হবে। তবে আপনি আসতে পারবেন আইনের পেশায়। এই পেশায় রয়েছে সম্মান ও অর্থ। তাই উচ্চমাধ্যমিকে আর্টস নিয়ে পড়লে যে ভবিষ্যতে ভালো ক্যারিয়ার গঠন করা যাবে না সেই মিথকে কার্যত মনে না নিয়ে নিজের ইচ্ছেমত ক্যারিয়ার পথে এগিয়ে চলুন।

আরও পড়ুন:- ই শ্রম কার্ডে প্রতিমাসে পাবেন ৩০০০ টাকা, কিভাবে অনলাইন আবেদন করবেন জানুন

আরও পড়ুন:- সুখবর! ডায়েবেটিস রোগীরা ৯০% কম দামে ওষুধ পাবেন এবার, বিস্তারিত জেনে নিন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন