উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ নম্বর কত? সংসদের নিয়ম সম্পর্কে জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) উচ্চমাধ্যমিক পরীক্ষার (HS Exam 2025) পাশ নম্বর সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি জারি করেছে। পরের বছর অর্থাৎ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্র ছাত্রীদের কত নম্বর পেলে পাশ ধরা হবে, কোন বিষয়ে কত নম্বর বাধ্যতামূলক তা নিয়েই এই নিয়ম পরিবর্তন, অভিভাবক ও শিক্ষার্থীদের মনে স্বচ্ছতা আনতেই এই ঘোষণা।

উচ্চমাধ্যমিক পরীক্ষায় কত নম্বরে পাশ, কী বলছে নতুন নিয়ম?

আগামী বছর থেকে সেমেস্টার পদ্ধতি মেনে পরীক্ষা নেওয়া হবে। আর এখন এই বছরের সকল পরীক্ষার্থীদের মনে একটা বিষয় মাথা ছাড়া দিয়ে উঠছে যে, কত নম্বরে পাশ আগামী বার থেকে? এবার থেকে উচ্চ মাধ্যমিকে প্রতি বিষয়ের মোট নম্বর ১০০ হলেও, তাত্ত্বিক ও ব্যবহারিক মিলিয়ে আলাদা করে পাস করার প্রয়োজন নেই, মোট নম্বরের ভিত্তিতে পাশ ধরা হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৬ থেকে।

উচ্চ মাধ্যমিকে নতুন পাশ নম্বর!

  • তাত্ত্বিক ও ব্যবহারিক মিলিয়ে মোট ৩০% নম্বর পেলে পাস
  • ১০০ নম্বরের বিষয়ে ৩০ নম্বর পেলেই পাশ
  • কোনো আলাদা বিভাগে (তাত্ত্বিক বা ব্যবহারিক) আলাদা করে পাস করার বাধ্য বাধকতা নেই
  • এই নিয়মের ফলে যারা ব্যবহারিক পরীক্ষায় ভালো করে কিন্তু তাত্ত্বিকে কিছুটা পিছিয়ে থাকেন, তাদের সুবিধা হবে।

কোন বিষয় গুলোতে ব্যবহারিক রয়েছে?

শিক্ষা সংসদ জানিয়েছে, যে সব বিষয়ে ব্যবহারিক থাকে সেই গুলিতে ব্যবহারিক ও তাত্ত্বিক মিলিয়ে পাশ নম্বর গণনা করা হবে। জীব বিদ্যা, রসায়ন, পদার্থ বিদ্যা, ভূগোল, পরিসংখ্যান, নৃতত্ত্ব, গৃহ বিজ্ঞান। শিক্ষা সংসদ জানিয়েছে, উচ্চ মাধ্যমিকে মোট ছয়টি বিষয় থাকে। এর মধ্যে কমপক্ষে পাচটি বিষয়ে পাশ করলেই পরীক্ষার্থীকে উত্তীর্ণ ধরা হবে। মোট ৬ টি বিষয়ে, তার মধ্যে কম পক্ষে ৫ টিতে ৩০% নম্বর পেলে পাশ, একটি বিষয় না পেরোলেও পাশ বিবেচিত হবেন।

উচ্চমাধ্যমিক পরীক্ষায় অতিরিক্ত বিষয় থাকলে কী হবে?

অনেক ছাত্রছাত্রী একটি অতিরিক্ত বিষয় নিয়ে থাকে, যদি কোনও প্রধান বিষয়ে ফেল করে এবং সেই অতিরিক্ত বিষয়ে পাশ করে, তাহলে সেই অতিরিক্ত বিষয়টিকে প্রধান বিষয়ের জায়গায় ধরা হবে, এটি শিক্ষার্থীদের জন্য বাড়তি সুরক্ষা প্রদান করে। যে সব ছাত্র ছাত্রী কোনও বিষয়ে কাঙ্ক্ষিত নম্বর পাননি, তারা আগের নিয়ম মতোই পুন র্মূল্যায়নের জন্য আবেদন করতে পারবেন।

শিক্ষকদের কী মত?

অনেক শিক্ষক মনে করছেন, এই নিয়ম ছাত্র ছাত্রীদের মানসিক চাপ কিছুটা কমাবে। বিশেষ করে বিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রীরা যারা ব্যবহারিক পরীক্ষায় ভালো ফল করে থাকেন, তাদের জন্য এটি সুবিধা জনক। আগামী বছরের আগে এই নিয়ে আরও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হবে বলে মনে করছেন অনেকেই। এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।

 

আরও পড়ুন:- আলু ১০৫ টাকা, চাল ৩৪০ টাকা, ভারতের চালে পাকিস্তানের বাজারে আগুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন