Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সকল উচ্চমাধ্যমিক পরীক্ষার পড়ুয়াদের জন্য দারুণ ঘোষণা করলো পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ইতি মধ্যেই এই বছরের HS পরীক্ষা শেষ হয়ে গেছে এবং সকলে রেজাল্ট প্রকাশের জন্য অপেক্ষা করছে। আর এই পরীক্ষার ওপরে আগামী দিনে পড়ুয়ারা কোন কলেজে ভর্তি হবে এবং ভবিষ্যতের রূপ রেখা কেমন হবে তাদের জীবনে সেটা ঠিক হয় এই পরীক্ষার মাধ্যমেই। আর এবারে এই নিয়ে বড় ঘোষণা করা হল পড়ুয়াদের জন্য।
উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে বড় ঘোষণা
বিগত ২০২৪ সাল থেকেই সেমেস্টার পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে এই পরীক্ষা শুরু করেছে সংসদ। এরই সঙ্গে বাংলা, ইংরাজিতে নতুন গল্প যুক্ত হয়েছে এবং এই সকল কিছু মিলিয়ে অনেকটাই পরিবর্তন হয়েছে এইবার থেকে। এই জন্য সকল কিছু পড়ুয়া সমেত শিক্ষক শিক্ষিকাদের কাছেও নতুন একদম আর এবারে আরও এক জটিল সমস্যার সমাধান বের করা হল সংসদের তরফে।
আরও পড়ুন:- পর্যটকদের জন্য সুখবর ! গ্যাংটকে যাওয়া আরও সহজ হয়ে গেলো
WBCHSE New Announcement on HS Exam
এই নতুন পদ্ধতি শুরু হয়েছে এবং যারা এইবারে টেস্ট পরীক্ষায় পাশ করেনি তাহলে কি তারা তো আর সেমেস্টার পদ্ধতিতে পড়াশোনা করেনি। তাহলে কি নতুন পদ্ধতিতে পড়াশোনা করে তাদের আবার পরীক্ষা দিতে হবে? এই প্রশ্নের উত্তরে বড় ঘোষণা করলো সংসদ। এই নির্দেশিকা প্রকাশ করে তারা সাফ জানিয়ে দিয়েছে যে যারা পুরনো পদ্ধতিতে পড়াশোনা করে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হবে তারা সরাসরি সেমেস্টার পরীক্ষায় বসার যোগ্য বলে গণ্য করা হবে।
New Rule on HS Exam
কিন্তু এই সুবিধা পাওয়ার জন্য সকল পড়ুয়াদের অপশন ফর্ম ফিলাপ করতে হবে। আর এই পড়ুয়ারা ৩ – ৪ সেমেস্টার পরীক্ষার জন্য নথিভুক্ত করতে পারবে, আর এই দুই ভাগ সেপ্টেম্বর বা আগামী বছরের মার্চ মাসের মধ্যে নেওয়া হবে এবং এর সঙ্গে দ্বাদশ শ্রেণীর সকল পড়ুয়াদের প্রজেক্ট ও প্র্যাক্তিকাল নম্বর পোর্টালে তোলা হবে। আর এই ফর্ম ফিলাপের সময়ে সকল পড়ুয়াদের নিজেদের সাবজেক্ট নির্ধারণ করতে হবে।
HS পরীক্ষা নিয়ে চিন্তার দিন শেষ
উচ্চমাধ্যমিক সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন এই জিনিস পুরোটাই পড়ুয়াদের কাছে ছেড়ে দেওয়া হয়েছে এবং এই সকল কিছু অনলাইনের মাধ্যমে করতে হবে পড়ুয়াদের নিজেদের এবং আগামী ২৫ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত অর্থাৎ প্রায় ১ মাসের মত এই কাজ করতে পারবে সকলে অনলাইনের মাধ্যমে। এপ্রিলের প্রথম সপ্তাহেই তৃতীয় সেমেস্টারের ক্লাস শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখন বই না পাওয়ার জন্য ক্লাস শুরু হয়নি।
আর এই নিয়ে চিন্তায় পড়ুয়ারা এবং অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষক ও শিক্ষিকারা কারণ, এই পদ্ধতিতে এক মিনিটও দেরি করা যাবে না এবং বই না পাওয়ার জন্য ক্লাস করা যাচ্ছে না। তাতে শেষমেশ পড়ুয়াদের ক্ষতি হবে তাই সংসদের যত তাড়াতাড়ি উচিত এই বই পাঠিয়ে দেওয়া যাতে উচ্চমাধ্যমিক পরীক্ষার সেমেস্টার নিয়ে কোন ধরণের সমস্যা না হয় আগামী ভবিষ্যতে।
আরও পড়ুন:- এবার থেকে রেশন কার্ডে ফ্রি দ্রব্যের সঙ্গে পাবেন 1000 টাকা। কিভাবে আবেদন করবেন জেনে নিন