সেমেস্টার পদ্ধতিতে প্রথম উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামিকাল ৷ সোমবার থেকে হবে প্রথম পর্ব বা তৃতীয় সেমেস্টার ৷ এই পরীক্ষা পুরোটাই এমসিকিউ (মাল্টিপল চয়েস কোয়েশ্চন) ভিত্তিক ৷ পরীক্ষা চলবে 22 সেপ্টেম্বর পর্যন্ত । দ্বিতীয় পর্ব বা চতুর্থ সেমেস্টারের পরীক্ষা হবে আগামী বছর 12 ফেব্রুয়ারি ৷ শেষ হবে 27 ফেব্রুয়ারি ৷
ছাত্রজীবনের দ্বিতীয় বড় পরীক্ষা উচ্চমাধ্যমিকে পড়ুয়ারা সঙ্গে ক্যালকুলেটর বা মোবাইল, স্মার্ট ওয়াচ, হেডফোনের মতো কোনও ইলেকট্রনিক গেজেট রাখতে পারবেন না ৷ পরীক্ষা চলাকালীন কারও কাছ থেকে ইলেকট্রনিক গেজেট উদ্ধার হলে, তাঁর প্রতিটি পরীক্ষা বাতিল করবে সংসদ ৷ পরীক্ষার্থী স্বচ্ছ ফাইল, স্বচ্ছ বোর্ড, স্বচ্ছ জলের বোতল সঙ্গে রাখতে পারবে ৷
এছাড়া কোনও পরীক্ষার্থী কোনও পর্যবেক্ষককে শারীরিকভাবে নিগ্রহ করে তাহলে তার পরীক্ষা বাতিল হবে ৷ পরীক্ষার্থীরা কোনও ইলেক্ট্রনিক যন্ত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছে কি না, তার জন্য প্রবেশের সময় প্রত্যেক পরীক্ষার্থীকে মেটাল ডিটেক্টরের দিয়ে চেক করা হবে ৷