উচ্চমাধ্যমিক ভূগোল পরীক্ষা 100% Common পাওয়ার টিপস! রইলো বিস্তারিত

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

exam

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আজকে আমরা পড়ুয়াদের জন্য উচ্চমাধ্যমিক ভূগোল সাজেশন নিয়ে হাজির হয়েছি। যার মাধ্যমে সকল ছাত্র ও ছাত্রীদের অনেকটাই সুবিধা হবে বলে আশা করা যায়। সময় দেখতে দেখতে চলেই এলো, আর কিছু দিনের অপেক্ষা, উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরুর। এই মুহূর্তে যে সমস্ত আর্টস বিভাগের উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রীরা রয়েছে, তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি যেন তুঙ্গে। আজকে উচ্চমাধ্যমিকের অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ ভূগোল প্রশ্ন গুলো সম্পর্কে কিছু সাজেশন দেওয়া হলো। শেষ মুহূর্তের প্রস্তুতির সাথে এই প্রশ্ন গুলো সম্পর্কে একটু চোখ বুলিয়ে নিলে আশা করি পরীক্ষায় ভালো ফল পাওয়া যাবে।

WBCHSE উচ্চমাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৫

ভূগোল প্রশ্নপত্রে ৭০ নম্বরের লিখিত পরীক্ষা হয়, এছাড়া ৩০ নম্বরের প্রাকটিক্যাল পরীক্ষা থাকে। এই জন্য ৭০ নম্বরের পরীক্ষায় মূলত নাম্বার তোলাটাই একটু কঠিন। ৩০ নম্বর প্যাকটিকেল পরীক্ষা ভালো করে দিলে মোটামুটি সম্পূর্ণ নম্বরই পাওয়া যায়। ৭০ নম্বর লিখিত পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন গুরুত্বপূর্ণ হতে চলেছে তার একটি নমুনা দিয়ে দেওয়া হলো আর সকল পড়ুয়াদের এই সকল প্রশ্ন একবার দেখে নিলে ভালো নম্বর পাওয়া খুবই সহজ হয়ে যাবে।

আরও পড়ুন:- কমার্স নিয়ে পড়লে আপনার জন্য রইল ৫ দুর্দান্ত কেরিয়ার অপশন,

HS ভূগোল সাজেশন ২০২৫

মাধ্যমিক পরীক্ষার পর এই উচ্চমাধ্যমিক পরীক্ষা (WBCHSE HS Exam 2025) হল সকল পড়ুয়াদের কাছে সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ পরীক্ষার মধ্যে অন্যতম। কারণ এই পরীক্ষার ওপরে সকলের আগামী দিনের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করে থাকে। আর এই কারণের জন্য অনেকেই ভয় পেয়ে গিয়ে পরীক্ষায় কিছু না কিছু ভুল করে ফেলে, তাই আর সেই করার দিন শেষ এবারে HS Geography 2025 সাজেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।

উচ্চমাধ্যমিক পরীক্ষা ভূগোল সাজেশন ২০২৫

২ বা ৩ নম্বর প্রশ্নের জন্য সাজেশন
১) পর্যায়ন, আরোহণ, অবরোহণ, পর্যায়নের মাধ্যম কাকে বলে?
২) অ্যাকুইফার, সিঙ্কহোল ডোলাইন, কার্স্ট জানালা, ভৌমজলের উৎসব, নিয়ন্ত্রক, সম্পৃক্ত ও অসম্পৃক্ত স্তর, গিজার, প্রস্রবণ, স্ট্যালাগটাইট, স্ট্যালাগমাইট এই গুলো সম্পর্কে লেখ।
৩) মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রক, মাটি সৃষ্টির বিভিন্ন প্রক্রিয়া, এলুভিয়েশন, ইলাভিয়েশন, ল্যাটেরাইজেশন, রেগোলিথ, মৃত্তিকাস্তর, মৃত্তিকা পরিলেখ, আঞ্চলিক ও অনাঞ্চলিক মৃত্তিকা, হিউমিফিকেশন, মটি সংরক্ষণের উপায়, ক্যাটেনা এবং মালচিং এই গুলো সম্পর্কে লেখ।

WB HS ভূগোল সাজেশন ২০২৫

৪) ঘূর্ণবার্তের সংজ্ঞা ও বৈশিষ্ট্য, ঘূর্ণবার্ত ও প্রতীপ ঘূর্ণবার্তের পার্থক্য লেখো, টিকা লেখো :- নীতিশীতোষ্ণ ঘূর্ণবাত, টর্নেডো, সীমান্ত, জেট বায়ু, এল নিনো, লা নিনা, নিরক্ষীয় শান্তবলয় বা ডোল ড্রামস, মৌসুমী বিস্ফোরণ, Monex, রসবি তরঙ্গ, ওয়াকার সার্কুলেশন। কোপেনের জলবায়ু শ্রেণী বিভাগ করো? নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য, মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য, ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখো, মৌসুমী বায়ুর উৎপতির প্রচলিত ধারণা বা তত্ত্ব সম্পর্কে যা জানো লেখো।
৫) স্বাভাবিক উদ্ভিদের উপর সূর্যালোক ও আর্দ্রতার প্রভাব, মরু ও জলজ উদ্ভিদের পার্থক্য, আলোক প্রিয় ও ছায়া প্রিয় উদ্ভিদ, লবণাম্বু উদ্ভিদের অভিযোজন পদ্ধতি বা বৈশিষ্ট্য, জলজ ও মরু বা জঙ্গল উদ্ভিদের বৈশিষ্ট্য।

উচ্চমাধ্যমিকের ভূগোল পরীক্ষার ৫ বা ৬ নম্বর প্রশ্নের জন্য সাজেশন
১) এল নিনোর প্রভাব, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের বিভিন্ন পর্যায়ের ছবি সহ আলোচনা।
২) নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন পরিচলন বৃষ্টিপাত হয় কেন?
৩) স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব।
৪) বিশ্ব জলবায়ুর পরিবর্তনে মানুষের ভূমিকা।
৫) বিভিন্ন মরু উদ্ভিদ সম্পর্কে আলোচনা।
৬) ভৌমজলের সঞ্চয়জাত ভূমিরূপ।
৭) মাটির স্তর বা প্রোফাইল সম্পর্কে লেখো

জীব বৈচিত্র্য অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলো হলো
১) আলফা, বিটা ও গামা বৈচিত্র্য, প্রজাতিগত ও বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য।
২) ইন সিটু ও এক্স সিটু সংরক্ষণ।
৩) টিকা লেখ :- জাতীয় উদ্যান, অভয়ারণ্য, রেড ডেটা বুক, হটস্পট, ইনভিটা সংরক্ষণ।
৪) জীব বৈচিত্র্য অবলুপ্তির কারণ।

৫) জীব বৈচিত্র্যের গুরুত্ব।
৬) জীব বৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা।
৭) অর্থনৈতিক ক্রিয়াকলাপের সংজ্ঞা, প্রাথমিক ও দ্বিতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ।
৮) আর্দ্র কৃষি, নিবিড় ও ব্যাপক কৃষির সংজ্ঞা ও পার্থক্য।

৯) জীবিকা সত্ত্বা ভিত্তিক কৃষির বৈশিষ্ট্য, বাণিজ্যিক কৃষি, শস্যাবর্তন।
১০) সবুজ বিপ্লব, সবুজ বিপ্লবের সংজ্ঞা এবং সবুজ বিপ্লবের প্রভাব।
১১) নীল বিপ্লব।
১২) চিনের ধান উৎপাদনের কারণ।
১৩) দক্ষিণ ভারতে ইক্ষু কম উৎপাদন হয় কেন?
১৪) জীবনধারণ ভিত্তিক কৃষি ও বাণিজ্যিক কৃষির পার্থক্য।

WB HS Geography Final Suggestion

জনসংখ্যা
১) জনবিস্ফোরণ বলতে কি বোঝ?
২) জনসংখ্যা পিরামিড।
৩) শহুরে বসতি ও গ্রামীণ বসতি – পার্থক্য ও সংজ্ঞা (উদাহরণ-সহ), রৈখিক বসতি, ভারতে নগরায়নের সমস্যা।
৪) পরিকল্পনা অঞ্চল- সংজ্ঞা, বৈশিষ্ট্য, ছত্তিশগড় অঞ্চল, হলদিয়া বন্দরের অবস্থান ও গুরুত্ব।

WBCHSE উচ্চমাধ্যমিক পরীক্ষা ভূগোল প্রশ্নপত্র

৫) কার্স্ট ভূমিরূপ- তিনটি ক্ষয়জাত ও তিনটি সঞ্চয়জাত রিয়া উপকূল ও ডালমেশিয়ান উপকূল।
৬) স্বাভাবিক ক্ষয়চক্রের পূর্ব শর্ত, বিভিন্ন পর্যায়, তিনটি আলাদা করে তৈরি করতে হবে।
৭) শুষ্কতার ক্ষয়চক্রের অবস্থা সমৃহ, এল.সি.কিংয়ের পেডিপ্লেন তত্ত্ব।
৮) জাফরিরূপী অঙ্গুরীয়াকার জলনির্গম প্রণালী, পূর্ববর্তী নদী ও অধ্যারোপিত নদীর সংজ্ঞা ও উদাহরণ।

উপরে বর্ণিত যে সম্ভাব্য প্রশ্ন গুলি রয়েছে সে গুলো যদি চোখ বুলিয়ে যাওয়া হয় আশা করি পরীক্ষা প্রশ্নপত্রে অনেক করে কমন পেয়ে যাবেন। উচ্চ মাধ্যমিকের অন্যান্য বিষয়ের সাজেশন পেতে চোখ রাখুন এই পেজে। আর সকল উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়া পড়ুয়াদের ডেলি সার্চ এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন, আপনারা ভালো করে পরীক্ষা দিয়ে নিজের ও পরিবারের নাম উজ্জ্বল করুন এই কামনার সঙ্গে আজকের এই আলোচনা শেষ করলাম।

আরও পড়ুন:- কৃষক বন্ধুদের ডিজিটাল কৃষক আইডি কার্ড চালু হলো। কার্ড করলেই পাবেন ৬০০০ টাকা। কিভাবে আবেদন করবেন?

আরও পড়ুন:- নয়া করোনাভাইরাসের হদিশ, কতটা বিপজ্জনক? জানতে বিস্তারিত দেখুন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন