Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) পক্ষ থেকে একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কাউন্সিলের সভাপতি, অধ্যাপক (ডঃ) চিরঞ্জীব ভট্টাচার্যের স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিটি (বিজ্ঞপ্তি নম্বর: L/PR/414/2025) গত ২৯শে জুলাই, ২০২৫ তারিখে প্রকাশিত হয়েছে । এই বিজ্ঞপ্তিতে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সময়সূচীতে কিছু পরিবর্তন আনা হয়েছে । রাজ্যের সমস্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের এই নতুন নির্দেশিকা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে।
আরো পড়ুন : কিভাবে করবেন অফলাইন ভোটার ফর্ম পূরণ ? দেখুন সহজ গাইড লাইন
পূর্ববর্তী একটি বিজ্ঞপ্তির (নম্বর: L/PR/349/2025, তারিখ: 30/06/2025) সূত্র ধরে এই নতুন সময়সূচী ঘোষণা করা হয়েছে । ছাত্রছাত্রী, অভিভাবক এবং বিদ্যালয় কর্তৃপক্ষের সুবিধার জন্য সম্পূর্ণ পরিবর্তিত সময়সূচী এবং তার গুরুত্ব নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
পরিবর্তিত সময়সূচী: এক নজরে
কাউন্সিলের তরফ থেকে জানানো হয়েছে যে রেজিস্ট্রেশন সংক্রান্ত বিভিন্ন কাজের জন্য নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। সকল প্রতিষ্ঠানকে এই তারিখগুলো কঠোরভাবে মেনে চলতে হবে।
- অনলাইন রেজিস্ট্রেশন চেক লিস্ট প্রকাশ: কাউন্সিল তার অনলাইন পোর্টালে স্কুলগুলির জন্য ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন চেক লিস্ট প্রকাশ করবে ১লা আগস্ট, ২০২৫ তারিখে । এই লিস্টে ছাত্রছাত্রীদের প্রাথমিক তথ্য থাকবে।
- চেক লিস্ট সংশোধন: স্কুল কর্তৃপক্ষকে এই অনলাইন চেক লিস্টে থাকা তথ্যাদি ভালোভাবে যাচাই করে প্রয়োজনীয় সংশোধন করতে হবে। এই সংশোধনের কাজ ১২ই আগস্ট, ২০২৫-এর মধ্যে সম্পন্ন করতে হবে। বিশেষভাবে উল্লেখ্য যে, এর জন্য কোনো হার্ড কপি কাউন্সিলে জমা দেওয়ার প্রয়োজন নেই, সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইনেই হবে ।
- রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রদান: সমস্ত সংশোধনের পর, চূড়ান্ত রেজিস্ট্রেশন সার্টিফিকেট কাউন্সিলের অনলাইন পোর্টালের মাধ্যমে স্কুলগুলিতে পাঠিয়ে দেওয়া হবে ১৮ই আগস্ট, ২০২৫ তারিখে ।