Bangla News Dunia, বাপ্পাদিত্য:- উচ্চমাধ্যমিক সংস্কৃত সাজেশন সম্পর্কে আজকে জেনে নেওয়া দরকার সকল পড়ুয়াদের। যে সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সংস্কৃত বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক দিতে চলেছ তাদের জন্য নিয়ে এসেছি সংস্কৃত সাজেশন। কোন প্রশ্ন গুলি এই বছরের পরীক্ষায় গুরুত্বপূর্ণ এমন কিছু প্রশ্নের সম্ভার নিয়ে আজকের এই প্রতিবেদন। আপনিও যদি সংস্কৃত নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে বলেছেন তাহলে গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি একবার চোখ বুলিয়ে নিতে পারেন শেষ মুহূর্তের প্রস্তুতিতে।
উচ্চমাধ্যমিক সংস্কৃত সাজেশন ২০২৫ কমন প্রশ্ন দেখুন
উচ্চমাধ্যমিক সংস্কৃত সাজেশন নিয়ে অনেকেই চিন্তায় আছে কারণ এমন অনেক পড়ুয়া আছে যাদের পক্ষে সকল বিষয়ের পুরো বই পড়া সম্ভব হয়না আর এই কারণের জন্য প্রত্যেকেই সাজেশন সম্পর্কে জানার জন্য অপেক্ষাকরে থাকেন। তাই আজকে সেই সকল তথ্য সম্পর্কে জেনে নিতে চলেছি।
উচ্চমাধ্যমিক সংস্কৃত সাজেশন প্রশ্নপত্র সেরা প্রস্তুতির গাইড
1) ‘আর্যাবর্তবর্ণনম’ অনুসারে আর্যাবর্তের গ্রাম ও শহরের বর্ণনা দাও। অথবা, ‘আর্যাবর্তবর্ণনম’ অনুসারে আর্যাবর্তের একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও।
2) ‘তথা হি স্ফোটপ্রবাদো ও বৈয়াকরণেষূ’—ত্রিবিক্রমভট্টর শ্লেষ অলংকার প্রয়োগের সতর্কতা বিচার করো।
3) সমস্তব্যাধিব্যতিকরাঃ পুরুষায়ুজীবিন্যঃ—রোজাদের দীর্ঘজীবনের কারণ বর্ণনা কর।
4) ‘সকলসংসারসুখভাজঃ প্রজাঃ’—আর্যাবর্তের কোন কোন অসামান্য বৈশিষ্ট্যের জন্য কবি ত্রিবিক্রমভট্ট এই মন্তব্য করেছেন তা বুঝিয়ে দাও।
আরও পড়ুন:- এই ক্ষেত্রে দেশকে পিছনে ফেলে রেকর্ড আয়ের পথে বাংলা, জানতে বিস্তারিত পড়ুন
উচ্চমাধ্যমিক ২০২৫ সংস্কৃত সাজেশন PDF
5) ভাগীরথী ভূপালকীর্তি পতাকায় স্বর্গমনসোপান বীথীয়মানরিঙ্গওরঙ্গয়া গম গয়া পুন্যসলিলঃ”—ভাগীরথ ভূপালের সঙ্গে কন্যাশলিলা গঙ্গার পৌরাণিক কাহিনী সংক্ষেপে বল।
6) ‘বনগতা গুহা’ গদ্যাংশটির সার নিজের ভাষায় লেখো।
7) শ্রীগোবিন্দকৃষ্ণ মোদক বিরোচিত ‘বনগতা গুহা’ অবলম্বনে লেখকের রচনাশৈলী বিচার করো।
8) “ততঃ পরং দৈবস্যায়ত্তম।”—কে এই কথা চিন্তা করেছিল? কেন সে একথা চিন্তা করেছিল? দৈব কি তার প্রতি প্রসন্ন হয়েছিল, নিজের ভাষায় উত্তর দাও।
WBCHSE HS সংস্কৃত সাজেশন ২০২৫
9) “কিং ময়া প্রোত্তেন পূর্বপদ্যেন দ্বারমিদং বিঘটেত?”— অলিপর্বার কৌতুহল কি এবং সে কিভাবে কৌতুহল নিরসন করেছিল? অথবা, অলিপর্বা কিভাবে গুহায় প্রবেশ করেছিল এবং কোন কোন জিনিস পেয়েছিল?
10) “তব জলমমলং যেন নিপীতং পরমপদং খলু তেন গৃহীতম।”—এর তাৎপর্য ব্যাখ্যা করো।
11) গঙ্গাকে ‘পতিতনিবারিনী বলে সম্বোধন করা তাৎপর্য বর্ণনা করো।
12) “ত্বমসি গতিমর্ম খলু সংসারে”—তাৎপর্য ব্যাখ্যা করো।
উচ্চমাধ্যমিক সংস্কৃত সাজেশন পরীক্ষায় কমন আসার সম্ভাবনা বেশি
13) দার্শনিক কবি শংকরাচার্য তাঁর ‘শ্রীগঙ্গাস্তোত্রম’ নামক স্তোত্রে জগতের কল্যাণের এবং নিজের জন্য দেবী গঙ্গার কাছে কী চেয়েছেন তা নিজের ভাষায় বর্ণনা করো।
14) “যদ্ যদাচরতি শ্রেষ্ঠস্তত্তদেবেতরো জনঃ”—উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো।
15) “স্বধর্মে নিধনঃ শ্রেয়ঃ পরধর্মে ভয়াবহঃ”—উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো।
16) শ্রীমৎভাগবতগীতার তৃতীয় অধ্যায় ‘কর্মযোগঃ’এই নামকরণ কতটা সার্থক পাঠ্যাংশ অনুসরণে ব্যাখ্যা করো।
উচ্চমাধ্যমিক সংস্কৃত সাজেশন ও গুরুত্বপূর্ণ প্রশ্ন একসাথে পেয়ে যান
17) “তস্মাদসত্তু সততং কার্যং কর্ম সুমাচর”—এই উক্তির তাৎপর্য বুঝিয়ে দাও।
18) ‘বাসন্তিকস্বপ্নম’ শীর্ষক নাট্যাংশের নামকরণের সার্থকতা দেখাও।
19) আর. শ্রীকৃষ্ণমাচার্য “বাসন্তিকস্বপ্নম”নাট্যাংশ অবলম্বনে রাজা ইন্দ্রবর্মা চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও।
20) ‘বাসন্তিকস্বপ্নম’ -এর প্রথম তিনটি শ্লোকের ভাবার্থ নিজের ভাষায় লেখো।
HS Sanskrit Suggestion 2025 Important Questions
21) রাজা ইন্দ্রবর্মার সাথে কৌমুদীর কথোপকথনটি নিজের ভাষায় বর্ণনা করো।
22) ‘বাসন্তিকস্বপ্নম’-নাট্যাংশ অনুসারে সামাজিক নিয়ম ও শান্তির পরিচয় দাও।
23) ‘যদি মে জনকো বীক্ষতে মদীক্ষণেনৈনং’—বক্তা কে? ‘এনং—পদে কাকে বোঝানো হয়েছে? কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে?
উচ্চমাধ্যমিক সংস্কৃত সাজেশন দ্রুত প্রস্তুতির জন্য সেরা গাইড
24) ‘বাসন্তিকস্বপ্নম’ নাট্যাংশে কনকলেখার সাথে বিবাহ প্রসঙ্গে রাজা ইন্দ্রবর্মার আবেগের একটি বর্ণনা দাও।
25) “বাসন্তিকস্বপ্নম’ ইংরাজি নাটক A Midsummer Night’s Dream এর ভারতীয় করন”—উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও।
26) “আবয়োঃ পরনিয়মহোৎসবো ভবিষ্যতে।” প্রসঙ্গ উল্লেখ করে পরিণয় মহোৎসবের প্রস্তুতি নিয়ে আলোচনা করো।
27) মুদ্রারাক্ষস নাটকটি রচনায় নাট্যকারের কৃতিত্বের পরিচয় দাও।
28) দূর্বাসার অভিশাপের নাটকীয় তাৎপর্য আলোচনা করো।
উচ্চমাধ্যমিক সংস্কৃত সাজেশন শেষ মুহূর্তে জেনে নিন
ভাবসম্প্রসারণ
1) “জননী জন্মভূমিশ্ব স্বর্গাদপি গরীয়সী।” অথবা,”দেশঃ পুন্যতমোহেশঃ কস্যাস্টে ন প্রিয় ভবেত্।”
2) “কর্মেন্দ্রিয়াণি সংযম্য য আস্তে মনসা স্মরন। ইন্দ্ৰিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচারঃ স উচ্যতে।”
3) রোগং শোকং তাপং পাপং হরমে ভগবতি কুমতিকলাপম
4) “শ্রেয়ান স্বধর্মো বিগুণঃ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ। “স্বধর্মে নিধনং শ্রেয়ঃ পর ধর্মো ভয়াবহঃ।”
5) “ন চ সন্ন্যসনাদেব সিদ্ধিং সমধিগচ্ছতি।”
6) “ভবস্তি ফাল্গুনে মাসি বৃক্ষশাখা বিপল্পবাঃ। জায়ন্তে ন তু লোকস্য কদাপি চ বিপল্পবাঃ।
HS Sanskrit Exam 2025
ব্যাকরণ ও নির্মিতি
পাদপঃ, কবোষ্ণম, পূণ্যহাম, ত্রিলোকী, ত্রিভুবনম, প্রতিদিশম, ত্রিপদী, ক্ষণজন্মা, রামানুজঃ, স্বপুত্রঃ, অগ্নিদগ্ধ, অনুগঙ্গম, হৃষ্টপুষ্ট, ধবলবসনঃ, হস্তপাদম, পানিপাদম, যুবজানিঃ, পুরুষ সিংহঃ, পঞ্চগবম, যথাশক্তি, মাতৃস্বসা, ঘনশ্যামঃ, পীতাম্বরঃ, রাজসিংহঃ, শরবিদ্ধঃ, বৃক্ষচ্ছায়ম, মহারাজঃ, অহিনকুলম, অগ্নিষোমৌ, শরণাপন্নঃ।
আরও পড়ুন:- রাজ্যের এই জায়গায় রয়েছে ‘আদিম’ জঙ্গল-শহুরে সভ্যতা যেখানে শেষ! যাবেন নাকি ?
আরও পড়ুন:- ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনার সেরা 5 ঘরোয়া টোটকা, বিস্তারিত জেনে নিন