Bangla News Dunia, দীনেশ :- উচ্চ শিক্ষার পথে টাকা বাধা হয়ে দাঁড়িয়েছ? তাহলে চিন্তার আর কোন কারণ নেই। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) এবার শিক্ষার্থীদের জন্য বিশেষ একটি এডুকেশন লোন নিয়ে এসেছে। যেখানে ১০০% ফাইন্যান্সে লোন পাওয়া যাবে। এই লোন নেওয়ার জন্য কোনরকম প্রসেসিং ফি লাগে না। এছাড়া পড়াশোনা শেষে ১২ মাস পর্যন্ত কোনো রকম টাকা ফেরত দিতে হবে না। সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত ধাপে ধাপে এই টাকা পরিশোধ করা যাবে।
এই লোনের আওতায় স্কুল, কলেজ, হোস্টেল ফি থেকে শুরু করে বই, ল্যাপটপ, কম্পিউটার এবং ভ্রমণের খরচও দেওয়া হবে। ফলে শিক্ষার্থীদের পড়াশোনা সংক্রান্ত সমস্ত ব্যয় একসঙ্গে মেটানো সম্ভব হবে এই লোনের মাধ্যমে।
SBI শিক্ষাঋণের বৈশিষ্ট্য এবং সুবিধা
SBI শিক্ষাঋণের প্রধান বৈশিষ্ট্যগুলি হল-
- এই লোন টিউশন ফি, হোস্টেল ফি, ল্যাপটপ, ভ্রমণ ইত্যাদি খরচ কভার করবে।
- কোন প্রসেসিং ফি না থাকায় শিক্ষার্থীদের জন্য এই লোন খুবই সুবিধাজনক।
- কোর্স শেষ হওয়ার পর ১ বছর কোনরকম টাকা ফেরত দিতে হয় না।
- ধাপে ধাপে সহজ কিস্তিতে ১৫ বছর পর্যন্ত এই টাকা পরিশোধ করা যায়।
- ইনস্টিটিউট এবং লোনের পরিমাণ অনুযায়ী সুদের হার নির্ণয় করা হয়।
- দেশের যেকোনো জায়গা থেকে এই লোনের জন্য আবেদন করা যাবে।
SBI শিক্ষাঋণের সুদের হার
ভারতীয় স্টেট ব্যাঙ্ক তাদের শিক্ষাঋণ মূলত দুটি স্কিমের মাধ্যমে প্রদান করে। সেগুলি হল SBI স্টুডেন্ট লোন স্কিম এবং SBI স্কলার লোন স্কিম। নিচে সেগুলি বিস্তারিত দেওয়া হল-
আরো পড়ুন :- যৌ’নতার সম্পর্ক না হওয়া পর্যন্ত পরপুরুষের সঙ্গে প্রেম পরকীয়া নয় !
১) SBI স্টুডেন্ট লোন স্কিম
- কোল্যাটারাল ছাড়া (₹৭.৫০ লাখ পর্যন্ত) সুদের হার ১১.১৫%
- কোল্যাটারাল সহ (₹৭.৫০ লাখের বেশি) সুদের হার ১০.১৫%
- ₹১০ লাখের বেশি লোনে (টেকওভার সহ, কোল্যাটারাল থাকলে) সুদের হার ১০.১৫%
- মেয়েদের জন্য সুদের হারে ০.৫০% ছাড়
২) SBI স্কলার লোন স্কিম
নির্বাচিত ইনস্টিটিউটের জন্য এই স্কিমের আওতায় ৮.১৫% থেকে ৮.৯০% পর্যন্ত সুদ প্রদান করতে হয়।
আরো পড়ুন :- ‘দেশের শ্রমিকরা কাজ করতে চায় না’, ফের বিতর্কিত মন্তব্য L&T প্রধানের
কারা এই লোন নিতে পারবেন?
এই লোন নিতে হলে শিক্ষার্থীকে নিম্নলিখিত কোর্সগুলির মধ্যে যেকোনো একটিতে পঠরত হতে হবে-
- যেকোন ফুল টাইম ডিগ্রী বা ডিপ্লোমা কোর্স, যেখানে ভর্তি হতে হয় কোন প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে।
- ম্যানেজমেন্ট এবং এক্সিকিউটিভ প্রোগ্রাম কোর্স যারা করছেন তারাও আবেদন করতে পারবেন।
- নির্দিষ্ট কিছু পার্ট টাইম কোর্স, যা সরকার অনুমোদিত ইনস্টিটিউট থেকে করানো হয়, সেই কোর্সের জন্যেও আবেদন করতে পারবেন।
কোন কোন খরচ এই লোন কভার করবে?
ভারতীয় স্টেট ব্যাংকের এই লোন যে সমস্ত সুবিধাগুলি প্রদান করে সেগুলি হল-
- কলেজ, স্কুল এবং হোস্টেলের ফি প্রদান করে।
- পরীক্ষার ফি, লাইব্রেরী এবং ল্যাবরেটরি খরচ প্রদান করে।
- বই, যন্ত্রপাতি এবং স্টাডি মেটেরিয়ালের খরচ বহন করে।
- টিউশন ফি প্রদান করে।
- ভ্রমণ ও এক্সচেঞ্জ প্রোগ্রামের জন্য খরচ দেয়।
- ল্যাপটপ বা কম্পিউটার কেনার সুবিধা প্রদান করে।
- শিক্ষার জন্য অতিরিক্ত খরচ দেওয়া হয়।
তাই যারা পড়াশোনার জন্য আর্থিক সহায়তা খুঁজছেন, তাদের জন্য ভারতীয় স্টেট ব্যাঙ্কের এই শিক্ষাঋণ হতে পারে আদর্শ একটি বিকল্প। তাই এখনই নিকটস্থ SBI-এর শাখায় যোগাযোগ করুন অথবা অনলাইনে এই ঋণের জন্য আবেদন করুন।